হিসাবের বইসমূহ-১

হিসাবের বইসমূহ-১

১. দুতরফা দাখিলা পদ্ধতির ওপর প্রকাশিত প্রথম বইটির নাম কী?

  • প্রিন্সিপলস অব ডাবল এন্ট্রি সিস্টেম অব বুক কিপিং
  • সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা
  • ফান্ডামেন্টাল একাউন্টিং প্রিন্সিপলস
  • থিওরি এন্ড প্র্যাকটিস অব ফিনান্সিয়াল একাউন্টিং

২. কীসের ওপর ভিত্তি করে হিসাব সমীকরণ প্রকাশ করা হয়?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা
  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • সনাতন পদ্ধতি

৩. A=L+OE সমীকরণটি দুতরফা দাখিলার কী প্রকাশ করে?

  • সুবিধা
  • উপকারিতা
  • বৈশিষ্ট্য
  • প্রয়োজনীয়তা

৪. ‘ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৩,০০০ টাকা’ হিসাব সমীকরণের কোন কোন উপাদান পরিবর্তিত হবে?

  • A হ্রাস এবং L হ্রাস
  • A হ্রাস এবং OE হ্রাস
  • L হ্রাস এবং OE বৃদ্ধি
  • L বৃদ্ধি এবং OE হ্রাস

৫. স্বত্বাধিকার হ্রাস পায় কখন?

  • উত্তোলন এবং নগদ কমে গেলে
  • খরচ ও দায় বেড়ে গেলে
  • উত্তোলন ও খরচ বেড়ে গেলে
  • খরচ ও দায় কমে গেলে

৬. বছরান্তে সম্পত্তির অবচয় ধার্যের জন্য কোন ধরনের দাখিলার প্রয়োজন হয়?

  • সমন্বয় দাখিলা
  • প্রারম্ভিক দাখিলা
  • ভুল সংশোধনী দাখিলা
  • বিপরীত দাখিলা

৭. হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ কয়টি?

  • ২ টি
  • ৮টি
  • ১০টি
  • ১২টি

৮. হিসাবের কার্যাবলী কীভাবে আবর্তিত হতে থাকে?

  • সরলভাবে
  • ত্রিভুজাকারে
  • চতুর্ভুজাকারে
  • চক্রাকারে

৯. সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?

  • রেওয়ামিল তৈরির পরে
  • জাবেদার পরে
  • সমন্বয় দাখিলার পরে
  • খতিয়ানের পরে

১০. কোনটির মাধ্যমে নামিক হিসাবগুলো বন্ধ করা হয়?

  • সমন্বয় দাখিলা
  • বিপরীত দাখিলা
  • প্রারম্ভিক দাখিলা
  • সমাপনী দাখিলা