হিসাবের বইসমূহ-১ ১. দুতরফা দাখিলা পদ্ধতির ওপর প্রকাশিত প্রথম বইটির নাম কী? প্রিন্সিপলস অব ডাবল এন্ট্রি সিস্টেম অব বুক কিপিং সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা ফান্ডামেন্টাল একাউন্টিং প্রিন্সিপলস থিওরি এন্ড প্র্যাকটিস অব ফিনান্সিয়াল একাউন্টিং ২. কীসের ওপর ভিত্তি করে হিসাব সমীকরণ প্রকাশ করা হয়? একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা দুতরফা দাখিলা পদ্ধতি সনাতন পদ্ধতি ৩. A=L+OE সমীকরণটি দুতরফা দাখিলার কী প্রকাশ করে? সুবিধা উপকারিতা বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা ৪. ‘ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৩,০০০ টাকা’ হিসাব সমীকরণের কোন কোন উপাদান পরিবর্তিত হবে? A হ্রাস এবং L হ্রাস A হ্রাস এবং OE হ্রাস L হ্রাস এবং OE বৃদ্ধি L বৃদ্ধি এবং OE হ্রাস ৫. স্বত্বাধিকার হ্রাস পায় কখন? উত্তোলন এবং নগদ কমে গেলে খরচ ও দায় বেড়ে গেলে উত্তোলন ও খরচ বেড়ে গেলে খরচ ও দায় কমে গেলে ৬. বছরান্তে সম্পত্তির অবচয় ধার্যের জন্য কোন ধরনের দাখিলার প্রয়োজন হয়? সমন্বয় দাখিলা প্রারম্ভিক দাখিলা ভুল সংশোধনী দাখিলা বিপরীত দাখিলা ৭. হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ কয়টি? ২ টি ৮টি ১০টি ১২টি ৮. হিসাবের কার্যাবলী কীভাবে আবর্তিত হতে থাকে? সরলভাবে ত্রিভুজাকারে চতুর্ভুজাকারে চক্রাকারে ৯. সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন? রেওয়ামিল তৈরির পরে জাবেদার পরে সমন্বয় দাখিলার পরে খতিয়ানের পরে ১০. কোনটির মাধ্যমে নামিক হিসাবগুলো বন্ধ করা হয়? সমন্বয় দাখিলা বিপরীত দাখিলা প্রারম্ভিক দাখিলা সমাপনী দাখিলা কুইজ সমাপ্ত করুন