ব্যাংক সমন্বয় বিবরণী-১

ব্যাংক সমন্বয় বিবরণী-১

১. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কী বলে?

  • ঋণগ্রহীতা
  • বাহক
  • আমানতকারী
  • ধারক

২. সবচেয়ে অনিরাপদ চেক কোনটি?

  • হুকুম চেক
  • বাহক চেক
  • বিশেষ চেক
  • দাগকাটা চেক

৩. ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোনটি জানা যায়?

  • ব্যাংকে কত টাকা জমা দেয়া হয়েছে
  • কত টাকার চেক ও বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে
  • ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করা হয়েছে
  • প্রকৃত ব্যাংক ব্যালেন্সের পরিমাণ

৪. ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কী প্রকাশ করে?

  • ব্যাংক জমাতিরিক্ত
  • নগদ জমা
  • ব্যাংক জমার উদ্বৃত্ত
  • মূলধন

৫. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির ফলে সম্ভব হয়- i. ব্যবস্থাপনার সন্তুষ্টি অর্জন ii. ভুল-ভ্রান্তি বের করা iii. ভুল বোঝাবুঝির অবসান নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যে স্লিপ ব্যবহার করা হয় তাকে কী বলে?

  • চেক বই
  • পাস বই
  • জমা রসিদ
  • ব্যাংক ড্রাফট

৭. আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত বিবরণী কোথায় লিপিবদ্ধ করে?

  • প্রকৃত জাবেদায়
  • নগদান বইতে
  • ব্যাংক বিবরণীতে
  • পাস বইতে

৮. ব্যাংক বিবরণী কে সংরক্ষণ করে?

  • আমানতকারী
  • ব্যাংক
  • কর কর্তৃপক্ষ
  • সরকার

৯. ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল DM মানে কী?

  • Debit Memorandum
  • Direct Manager
  • District Manager
  • Direct Material

১০. আমানতকারী টাকা উত্তোলন করলে ব্যাংক আমানতকারীর হিসাবকে কী করে?

  • ডেবিট
  • ক্রেডিট
  • ডেবিট অথবা ক্রেডিট
  • ডেবিট এবং ক্রেডিট