ব্যাংক সমন্বয় বিবরণী-১ ১. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কী বলে? ঋণগ্রহীতা বাহক আমানতকারী ধারক ২. সবচেয়ে অনিরাপদ চেক কোনটি? হুকুম চেক বাহক চেক বিশেষ চেক দাগকাটা চেক ৩. ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোনটি জানা যায়? ব্যাংকে কত টাকা জমা দেয়া হয়েছে কত টাকার চেক ও বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করা হয়েছে প্রকৃত ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ৪. ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত কী প্রকাশ করে? ব্যাংক জমাতিরিক্ত নগদ জমা ব্যাংক জমার উদ্বৃত্ত মূলধন ৫. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির ফলে সম্ভব হয়- i. ব্যবস্থাপনার সন্তুষ্টি অর্জন ii. ভুল-ভ্রান্তি বের করা iii. ভুল বোঝাবুঝির অবসান নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যে স্লিপ ব্যবহার করা হয় তাকে কী বলে? চেক বই পাস বই জমা রসিদ ব্যাংক ড্রাফট ৭. আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত বিবরণী কোথায় লিপিবদ্ধ করে? প্রকৃত জাবেদায় নগদান বইতে ব্যাংক বিবরণীতে পাস বইতে ৮. ব্যাংক বিবরণী কে সংরক্ষণ করে? আমানতকারী ব্যাংক কর কর্তৃপক্ষ সরকার ৯. ব্যাংক কর্তৃক ব্যবহৃত দলিল DM মানে কী? Debit Memorandum Direct Manager District Manager Direct Material ১০. আমানতকারী টাকা উত্তোলন করলে ব্যাংক আমানতকারীর হিসাবকে কী করে? ডেবিট ক্রেডিট ডেবিট অথবা ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট কুইজ সমাপ্ত করুন