রেওয়ামিল-১ ১. মি. জয় প্রতিষ্ঠানের কনিষ্ঠ হিসাবরক্ষক। তিনি অগ্রিম খরচ ও বকেয়া আয় সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত করেন। বছর শেষে মি. জয়ের হিসাবভুক্ত অগ্রিম খরচ ও বকেয়া আয় কোন উদ্বৃত্ত প্রকাশ করবে? ক্রেডিট ডেবিট ডেবিট ও ক্রেডিট উভয়ই ডেবিট ও ক্রেডিট যেকোনো একটি ২. অগ্রিম শিক্ষানবিস সেলামি প্রাপ্তি নেওয়ামিলের কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ডেবিট কলামে ক্রেডিট কলামে ডেবিট অথবা ক্রেডিট কলামে ডেবিট এবং ক্রেডিট কলামে ৩. প্রাপ্য আয় রেওয়ামিলের কোথায় দেখানো হয়? ডেবিট ঘরে ক্রেডিট ঘরে ডেবিট অথবা ক্রেডিট ঘরে বহির্ভূত থাকবে ৪. খতিয়ান হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলে ভুল অঙ্কে ভুল ঘরে তোলা হয়েছে কিনা এটি যাচাইয়ের উদ্দেশ্য কী? অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধিকরণ অশুদ্ধ রেওয়ামিল প্রস্তুতকরণ ডেবিট-ক্রেডিট নির্ণয় বাদ পড়া ভুল নির্ণয় ৫. কোন হিসাবটি রেওয়ামিলে দেখানো হয় না? সমাপনী ব্যাংক ব্যালেন্স প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স হাতে নগদ ৬. সমাপনী মজুদ পণ্য রেওয়ামিল অন্তর্ভুক্ত হয় না কেন? যেকোনো ধরনের মজুদ পণ্যের হিসাব রেওয়ামিল বহির্ভূত এটি প্রারম্ভিক মজুদ ও পণ্য ক্রয়ের অন্তর্ভুক্ত থাকে খতিয়ানে সমাপনী মজুদের জের অনুপস্থিত থাকে সমাপনী মজুদ আর্থিক অবস্থার বিবরণীর একটি সমন্বয় এন্ট্রি ৭. নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক নগদ ব্যালেন্স প্রারম্ভিক ব্যাংক জমা ব্যাংক জমাতিরিক্তের সমাপনী ব্যালেন্স সমাপনী মজুদ পণ্য ৮. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়- i. আয়-ব্যয় হিসাব ii. মালিকানাস্বতহিসাব iii. সম্পদ হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. মামুনের নিকট থেকে ২০০ টাকা প্রাপ্তির স্থলে ২,০০০ টাকা এবং মাহবুবের নিকট থেকে ২,০০০ টাকা প্রাপ্তির স্থলে ২০০ টাকা লিখা হলে, এটি কোন ধরনের ভুল? নীতিগত ভুল বে-দাখিলার ভুল পরিপূরক ভুল লিখার ভুল ১০. খতিয়ান উদ্বৃত্তের ভুল কোথায় ধরা পড়ে? ক্রয়-বিক্রয় হিসাবে লাভ-লোকসান হিসাবে রেওয়ামিলে উদ্বর্তপত্রে কুইজ সমাপ্ত করুন