কার্যপত্র-১

কার্যপত্র-১

১. কোনটি হিসাব প্রক্রিয়ার ঐচ্ছিক ধাপ?

  • রেওয়ামিল
  • সমাপনী দাখিলা
  • কার্যপত্র
  • সমন্বয় দাখিলা

২. কোনটিকে একত্রে আর্থিক হিসাব বই ও আর্থিক বিবরণী বলা হয়?

  • রেওয়ামিল
  • কার্যপত্র
  • নগদান বই
  • খতিয়ান

৩. সাধারণত কোন উদ্দেশ্যে কার্যপত্র প্রস্তুত করা হয়?

  • প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ
  • আর্থিক বিবরণী বিশ্লেষণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ
  • চূড়ান্ত আর্থিক বিবরণী প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণ
  • আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা প্রদান

৪. অসমন্বিত লেনদেন কোন কলামে হিসাবভুক্ত করা হয়?

  • সমন্বয় কলামে
  • সমন্বিত রেওয়ামিল কলামে
  • অসমন্বিত রেওয়ামিল কলামে
  • রেওয়ামিল কলামে

৫. চলতি বছরের নিট আয় কাযপত্রের কোন বিবরণীর ডেবিট পার্শ্বে বসে?

  • বিশদ আয় বিবরণী
  • সমন্বিত রেওয়ামিল
  • আর্থিক অবস্থার বিবরণী
  • সমন্বয়

৬. হিসাববিজ্ঞানের কোন নীতি/ধারণার আলোকে আয়-ব্যয়কে মূলধন ও মুনাফাজাতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়?

  • রক্ষণশীলতার নীতি
  • চলমান প্রতিষ্ঠান ধারণা
  • সামঞ্জস্যতার নীতি
  • আয়-ব্যয় সমন্বয় নীতি

৭. কোন জাতীয় লেনদেন থেকে ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করে?

  • স্বল্পমেয়াদী লেনদেন
  • মুনাফাজাতীয় লেনদেন
  • ব্যক্তিবাচক লেনদেন
  • মূলধন জাতীয় লেনদেন

৮. কোন ব্যয়টি মুনাফা জাতীয়?

  • কর্মচারীদের বেতন
  • সদ্য ক্রয়কৃত মেশিনের মেরামত ব্যয়
  • দালানের সম্প্রসারণ ব্যয়
  • বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়

৯. বিজ্ঞাপনের দুই-পঞ্চমাংশ অবলোপন করতে হবে। বিজ্ঞাপন ২৫,০০০ টাকা। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত?

  • ২৫,০০০ টাকা
  • ২০,০০০ টাকা
  • ১৫,০০০ টাকা
  • ১০,০০০ টাকা

১০. কোন জাতীয় লেনদেন অনিয়মিত?

  • মুনাফা জাতীয় লেনদেন
  • মূলধন জাতীয় লেনদেন
  • ব্যয়বাচক লেনদেন
  • ব্যক্তিবাচক লেনদেন