কার্যপত্র-১ ১. কোনটি হিসাব প্রক্রিয়ার ঐচ্ছিক ধাপ? রেওয়ামিল সমাপনী দাখিলা কার্যপত্র সমন্বয় দাখিলা ২. কোনটিকে একত্রে আর্থিক হিসাব বই ও আর্থিক বিবরণী বলা হয়? রেওয়ামিল কার্যপত্র নগদান বই খতিয়ান ৩. সাধারণত কোন উদ্দেশ্যে কার্যপত্র প্রস্তুত করা হয়? প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ আর্থিক বিবরণী বিশ্লেষণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ চূড়ান্ত আর্থিক বিবরণী প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা প্রদান ৪. অসমন্বিত লেনদেন কোন কলামে হিসাবভুক্ত করা হয়? সমন্বয় কলামে সমন্বিত রেওয়ামিল কলামে অসমন্বিত রেওয়ামিল কলামে রেওয়ামিল কলামে ৫. চলতি বছরের নিট আয় কাযপত্রের কোন বিবরণীর ডেবিট পার্শ্বে বসে? বিশদ আয় বিবরণী সমন্বিত রেওয়ামিল আর্থিক অবস্থার বিবরণী সমন্বয় ৬. হিসাববিজ্ঞানের কোন নীতি/ধারণার আলোকে আয়-ব্যয়কে মূলধন ও মুনাফাজাতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়? রক্ষণশীলতার নীতি চলমান প্রতিষ্ঠান ধারণা সামঞ্জস্যতার নীতি আয়-ব্যয় সমন্বয় নীতি ৭. কোন জাতীয় লেনদেন থেকে ব্যবসায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করে? স্বল্পমেয়াদী লেনদেন মুনাফাজাতীয় লেনদেন ব্যক্তিবাচক লেনদেন মূলধন জাতীয় লেনদেন ৮. কোন ব্যয়টি মুনাফা জাতীয়? কর্মচারীদের বেতন সদ্য ক্রয়কৃত মেশিনের মেরামত ব্যয় দালানের সম্প্রসারণ ব্যয় বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ৯. বিজ্ঞাপনের দুই-পঞ্চমাংশ অবলোপন করতে হবে। বিজ্ঞাপন ২৫,০০০ টাকা। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? ২৫,০০০ টাকা ২০,০০০ টাকা ১৫,০০০ টাকা ১০,০০০ টাকা ১০. কোন জাতীয় লেনদেন অনিয়মিত? মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন ব্যয়বাচক লেনদেন ব্যক্তিবাচক লেনদেন কুইজ সমাপ্ত করুন