আর্থিক বিবরণী-১

আর্থিক বিবরণী-১

১. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?

  • রেওয়ামিল
  • আর্থিক বিবরণী
  • খতিয়ান
  • হিসাব বিবরণী

২. কোনটি ব্যবসায়ের আর্থিক কর্মকাণ্ডের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে?

  • রেওয়ামিল
  • খতিয়ান
  • জাবেদা
  • আর্থিক বিবরণী

৩. কোন ধরনের প্রতিষ্ঠান পণ্য ক্রয়-বিক্রয় করে না?

  • সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান
  • সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
  • উৎপাদনকারী প্রতিষ্ঠান
  • একমালিকানা প্রতিষ্ঠান

৪. বিশদ আয় বিবরণীতে কী বিশ্লেষিত হয়?

  • সকল আয় ও ব্যয়
  • শুধু প্রত্যক্ষ আয় ও ব্যয়
  • শুধু পরোক্ষ আয় ও ব্যয়
  • সকল সম্পদ ও দায়সমূহ

৫. আয় বিবরণী কী প্রকাশ করে?

  • নিট আয়/ লাভ
  • নিট ক্ষতি
  • নিট লাভ অথবা ক্ষতি
  • মোট লাভ অথবা নিট ক্ষতি

৬. ব্যবসায়ের হিসাব নিকাশের সত্যতা পরীক্ষা করার কাজকে কী বলে?

  • পরীক্ষা
  • হিসাবরক্ষণ
  • অনুপাত বিশ্লেষণ
  • নিরীক্ষা

৭. বিজ্ঞাপনের উদ্দেশ্য কী?

  • পণ্যের বিক্রয়মূল্য বৃদ্ধি করা
  • পণ্যের বিক্রয় বৃদ্ধি করা
  • সরবরাহ বৃদ্ধি করা
  • পণ্যের বিক্রয়মূল্য হ্রাস করা

৮. ‘শিক্ষানবিস সেলামি’ কী?

  • পরিচালন আয়
  • অপরিচালন আয়
  • বিলম্বিত মুনাফা জাতীয় আয়
  • মূলধন জাতীয় আয়

৯. বিশদ আয় বিবরণীর ১ম ধাপে কোনটি নির্ণয় করা হয়?

  • নিট মুনাফা বা ক্ষতি
  • পরিচালন মুনাফা বা ক্ষতি
  • মোট মুনাফা বা ক্ষতি
  • অপরিচালন মুনাফা বা ক্ষতি

১০. নিট মুনাফা নির্ণয় বহুধাপী বিশদ আয় বিবরণীর কোন ধাপ?

  • প্রথম ধাপ
  • দ্বিতীয় ধাপ
  • তৃতীয় ধাপ
  • চতুর্থ ধাপ