একতরফা দাখিলা পদ্ধতি-১

একতরফা দাখিলা পদ্ধতি-১

১. এক তরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি?

  • অবৈজ্ঞানিক
  • পূর্ণাঙ্গ
  • নির্ভরশীল
  • আধুনিক

২. কোনটি এক বা একাধিক হিসাব পদ্ধতির সংমিশ্রণ?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • দুতরফা দাখিল পদ্ধতি
  • বিজ্ঞানভিত্তিক পদ্ধতি
  • একতরফা দাখিলা পদ্ধতি

৩. একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে হিসাব রাখা হয়?

  • নিজেদের প্রয়োজনমতো
  • সুনিয়ন্ত্রিত নীতি মেনে
  • মূলনীতি অনুসারে
  • দ্বৈতসত্তার নীতি অনুসারে

৪. কোনটি ব্যবসায়ীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়?

  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • বৈজ্ঞানিক হিসাব পদ্ধতি
  • একতরফা দাখিলা পদ্ধতি
  • আধুনিক হিসাব পদ্ধতি

৫. ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি জনপ্রিয় কেন?

  • আধুনিক পদ্ধতি বলে
  • নির্ভরযোগ্য পদ্ধতি বলে
  • সহজ সরল পদ্ধতি বলে
  • বৈজ্ঞানিক পদ্ধতি বলে

৬. একতরফা দাখিলা পদ্ধতির মৌলিক বই কোনটি?

  • নগদান বই
  • বিশদ আয় বিবরণী
  • জাবেদা
  • রেওয়ামিল

৭. একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণকারী প্রতিষ্ঠানে কোন ধরনের লেনদেন বেশি সংঘটিত হয়?

  • ধারে বিক্রয়
  • নগদ লেনদেন
  • মূলধন জাতীয় লেনদেন
  • ধারে ক্রয়

৮. সাধারণত একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারকারী প্রতিষ্ঠানে কার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে?

  • ব্যবস্থাপকের
  • হিসাবরক্ষকের
  • মালিকের
  • পরিচালকের

৯. কোন পদ্ধতিতে হিসাবরক্ষণ কাজের জালিয়াতি উদঘাটন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ কষ্টসাধ্য?

  • একতরফা দাখিলা পদ্ধতি
  • দুতরফা দাখিলা পদ্ধতি
  • হিসাব সমীকরণ পদ্ধতি
  • আধুনিক হিসাব পদ্ধতি

১০. একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি সম্ভব?

  • সঠিক সিদ্ধান্ত গ্রহণ
  • গোপনীয়তা রক্ষা
  • সঠিক আর্থিক অবস্থা নির্ণয়
  • প্রকৃত লাভ-ক্ষতি নির্ণয়