ইংরেজদের আগমন

ইংরেজদের আগমন

১. কোন উদ্দেশ্য নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?

  • রাষ্ট্র জয়
  • ব্যবসা-বাণিজ্য
  • বিদেশি রাষ্ট্র শাসন
  • ডাচদের ইউরোপ থেকে বিতাড়িত করা

২. কাদের হারানোর ফলে ইংরেজরা চন্দননগরের দুর্গ লাভ করেন?

  • ফরাসি
  • ডাচ
  • রাজমহলে
  • ফোর্টউইলিয়াম দূর্গে

৩. ভারতবর্ষে ইংরেজরা যেভাবে রাজনৈতিক ক্ষমতা দখলে নেয়: i. ষড়যন্ত্র করে ii. সিরাজকে ক্ষমতাহীন করে iii. ইংরেজদের সামরিক শক্তির ফলে নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • iii
  • i ও ii

৪. ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেন - i.বাংলায় ii.মাদ্রাজে iii. বোম্বাইতে নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iiI
  • ii, iii
  • i,ii, iii

৫. ইংরেজদের গঠিত কাউন্সিলের সদরদপ্তর স্থাপিত হয়?

  • পানিপথে
  • দিল্লি
  • ফোর্ট উইলিয়াম দুর্গে
  • রাজমহলে