মীরজাফর (১৭৫৭-৬০ খ্রিষ্টাব্দ) ১. কত সালে মীরজাফর মারা যান? ১৬৬৩ ১৭৬০ ১৭৬৩ ১৭৬৬ ২. রাব্বিকে কোম্পানির সর্বোচ্চ ক্ষমতা থেকে সরিয়ে দিতে অন্য কোম্পানির সাথে মহীন গোপন চুক্তি করে। মহীনের সাথে মিল আছে ইতিহাসের যে চরিত্রের- মীর জাফর মীর কাশিম মীর নাসের রাজ বল্লভ ৩. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: বাবা নাইমকে একটি যুদ্ধের গল্প শোনালেন। যে যুদ্ধের নিজের সেনাপতির বিশ্বাসঘাতকতায় শাসককে পরাজয় বরণ করতে হয়। উদ্দীপকে উল্লেখিত সেনাপতির সাথে কার মিল রয়েছে? মীর মদন মীর মদন ইয়ার লতিফ মীরজাফর ৪. উল্লিখিত যুদ্ধটিকে তুমি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত বলে মনে কর? কর্ণাটকের যুদ্ধ পলাশির যুদ্ধ মুঙ্গেরের যুদ্ধ বক্সারের যুদ্ধ ৫. বাংলার মসনদে মীর জাফরের আধিপত্য বিস্তারের কারণ - পলাশীর যুদ্ধে ইংরেজদের সহায়তা পলাশির যুদ্ধে ইংরেজদের সহায়তা অযোধ্যা জয় আত্মীয়দের সাহায্য কুইজ সমাপ্ত করুন