ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ ১. দেওয়ানি লাভে কোম্পানির মূল লক্ষ্য ছিল - কোষাগার বৃদ্ধি সামরিক শক্তি জোরদার আত্মরক্ষা বিনা শুল্কে বাণিজ্য ২. নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কুতুবপুরে অন্য গ্রাম থেকে ব্যবসায়ীরা এসে নিজ গ্রামপ্রধানের ব্যবসায়িক সনদ দেখায় ও চেয়ারম্যানের নিকট হতে অনেক সুবিধা নেয়।পরবর্তীতে কুতুবপুরের চেয়ারম্যান কিছু ব্যবসায়ীকে পাঠান ব্যবসায়িক সুবিধা আদায়ে। এর ফলে তাদের বাণিজ্যিক সম্প্রসারণ ও প্রভাব বৃদ্ধি ঘটে। উক্ত গ্রামপ্রধানদের মত মনোভাব সম্রাট আওরঙ্গজেবএর সময় কোন ইংরেজ শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ? রাজা ১ম জেমস রাজা ২য় জেমস রাজা ১ম চার্লস রাজা ২য় চার্লস ৩. উক্ত শাসক বাণিজ্যিক সুবিধা আদায়ে আওরঙ্গজেবের দরবারে পাঠান কাকে? i. ক্যাপ্টন হকিন্স ii. টমাস রোকে iii. রবার্ট ক্লাইভ নিচের কোনটি সঠিক? i i ও ii ii ও iii i, ii, ও iii কুইজ সমাপ্ত করুন