বক্সারের যুদ্ধ (১৭৬৫ খ্রিষ্টাব্দ)

বক্সারের যুদ্ধ (১৭৬৫ খ্রিষ্টাব্দ)

১. কোন যুদ্ধে বিজয় ইংরেজদের প্রভাব বিস্তারে ভূমিকা রাখে?

  • কাটোয়ার
  • বক্সার
  • মুঙ্গের
  • পাণিপথের

২. বক্সারের যুদ্ধের ফলাফল ছিলো-

  • ইংরেজদের জয়লাভ
  • মীর মদনের জয়
  • অমীমাংসিত যুদ্ধ
  • মীর জাফরের মৃত্যু

৩. বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন-

  • ক্লাইভ
  • মনরো
  • হেস্টিংক
  • বেন্টিংক

৪. বক্সার যুদ্ধের কারণ- i. মীর কাশিমের সেনাবাহিনী গঠন ii. রাম নারায়ণকে পদচ্যুত iii. রাজধানী স্থানান্তর নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii ও iii

৫. বক্সারের যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক কোনটি? i. মীর কাশিমের পরাজয় ii. ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি iii. নবাবের ক্ষমতা হ্রাস নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii, ও iii