ফরাসি-ইস্ট ইন্ডিয়া কোম্পানি

ফরাসি-ইস্ট ইন্ডিয়া কোম্পানি

১. ইউরোপীয় বণিক সম্প্রদায়ের মধ্যে কারা সর্বশেষ উপমহাদেশে আসে?

  • দিনেমার
  • ফরাসি
  • পর্তুগিজ
  • ওলন্দাজ

২. কোন যুদ্ধের সূত্র ধরে ইংরেজরা ফরাসিদের চন্দননগর বাণিজ্য কুঠি দখল নেয়?

  • সপ্তবর্ষব্যাপী
  • ক্রুসেড
  • শতবর্ষব্যাপী
  • মহীশূর

৩. কর্ণাটের রাজধানী ছিল কোনটি?

  • প্রাকট
  • আর্কট
  • পণ্ডিচেরি
  • মাদ্রাজ

৪. ইংরেজরা মাদ্রাজে কোন দুর্গটি নির্মাণ করে?

  • ফোর্ট উইলিয়াম দুর্গ
  • সেন্ট জর্জ দুর্গ
  • সেন্ট ক্লিফ দুর্গ
  • হলি নর্থ দুর্গ

৫. কারা দেশীয় রাজন্যবর্গের সাহায্যের ওপর নির্ভর করে ছিলেন?

  • ইংরেজ
  • ফরাসি
  • ডেনিস
  • ওলান্দাজ

৬. উপমহাদেশে ফরাসি কোম্পানির ব্যর্থতার জন্য কোনটি দায়ী ছিল না?

  • ফরাসি সরকারের সামরিক নীতি
  • কোম্পানির ভারসাম্য
  • কোম্পানির অদূরদর্শিতা
  • জনগণের সাহায্য সহানুভূতি

৭. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আমেরিকায় ও ভারতবর্ষে উপনিবেশ প্রতিষ্ঠায় ও বাণিজ্য বিস্তারে “ক” ও “খ” ছিল পরস্পর প্রতিদ্বন্দ্বী। তাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা সংঘর্ষকে অনিবার্য করে তোলে। সংঘর্ষে “ক” জয়ী হয়ে ভারতবর্ষের রাজনীতিতে নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ হয়। উদ্দীপকের “ক” ও “খ”-এর দ্বন্দ্বের সাথে পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের মিল রয়েছে?

  • ইঙ্গ-ওলন্দাজ দ্বন্দ্ব
  • ফরাসি-ওলন্দাজ দ্বন্দ্ব
  • ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব
  • ইঙ্গ-পর্তুগিজ দ্বন্দ্ব

৮. উক্ত দ্বন্দ্ব ভারতের কোন অঞ্চলকে কেন্দ্র করে হয়েছিল?

  • দাক্ষিণাত্য
  • সুতানটি
  • চন্দন নগর
  • পণ্ডিচেরি