ওয়ারেন হেস্টিংস: নিয়ামক আইন (১৭৭৩ খ্রিস্টাব্দ)

ওয়ারেন হেস্টিংস: নিয়ামক আইন (১৭৭৩ খ্রিস্টাব্দ)

১. কোন গভর্নর দ্বৈত শাসনের অবসান ঘটান?

  • হেস্টিংস
  • ক্লাইভ
  • রিপন
  • ডালহৌসি

২. হেস্টিংসের ইম্পিচমেন্টের অন্যতম কারণ - i. শাসন ক্ষমতা বৃদ্ধি ii. গভর্নর জেনারেল পরিষদের সাথে মতবিরোধ iii. নন্দ কুমারের ফাঁসি নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

৩. বিথী তার বাবাকে বলল, মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক মহামারিতে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে দিয়েছেন। বিথী কর্তৃক বর্ণিত মার্কিন প্রেসিডেন্টের সাথে ব্রিটিশ ভারতের কোন শাসকের নীতির মিল আছে?

  • হেস্টিংস
  • ক্লাইভ
  • রিপন
  • ডালহৌসি

৪. নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মাহিমা তার মায়ের কাছে ‘রেগুলেটিং অ্যাক্ট’ সম্বন্ধে জানতে চাইল। উত্তরে তার মা বললেন, ‘এটি হলো একটি নিয়ামক আইন। এটি দ্বারা ইংরেজ কোম্পানির গঠনতান্ত্রিক সমস্যা ও প্রশাসনিক জটিলতা দূর করা হত।’ কোন শাসক উক্ত আইনটি প্রণয়ন করেন-

  • নর্থ
  • ক্লাইভ
  • রিপন
  • ডালহৌসি

৫. উক্ত আইনের ফলে - i. বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হন ii. ভারতের বিভিন্ন শাসনতান্ত্রিক সমস্যার সমাধান হয় iii. কোম্পানির বোর্ড অব ডায়রেক্টরসের সদস্য সংখ্যা ২৪ জন নির্ধারিত হয় নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

৬. নিয়ামক আইনে কাউন্সিলের মেয়াদ ধরা হয় -

  • ৫ বছর
  • ১০ বছর
  • ১৫ বছর
  • ২০ বছর

৭. হেস্টিংস কেন ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন?

  • ঋণ পরিশোধের জন্য
  • রাজস্ব বিভাগ সংস্কারের জন্য
  • দুর্ভিক্ষ পীড়িত জনগণকে বাঁচাতে
  • বিচার বিভাগ সংস্কারের জন্য