ওয়ারেন হেস্টিংস: নিয়ামক আইন (১৭৭৩ খ্রিস্টাব্দ) ১. কোন গভর্নর দ্বৈত শাসনের অবসান ঘটান? হেস্টিংস ক্লাইভ রিপন ডালহৌসি ২. হেস্টিংসের ইম্পিচমেন্টের অন্যতম কারণ - i. শাসন ক্ষমতা বৃদ্ধি ii. গভর্নর জেনারেল পরিষদের সাথে মতবিরোধ iii. নন্দ কুমারের ফাঁসি নিচের কোনটি সঠিক? i, ii i, iii ii, iii i, ii, iii ৩. বিথী তার বাবাকে বলল, মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক মহামারিতে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে দিয়েছেন। বিথী কর্তৃক বর্ণিত মার্কিন প্রেসিডেন্টের সাথে ব্রিটিশ ভারতের কোন শাসকের নীতির মিল আছে? হেস্টিংস ক্লাইভ রিপন ডালহৌসি ৪. নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মাহিমা তার মায়ের কাছে ‘রেগুলেটিং অ্যাক্ট’ সম্বন্ধে জানতে চাইল। উত্তরে তার মা বললেন, ‘এটি হলো একটি নিয়ামক আইন। এটি দ্বারা ইংরেজ কোম্পানির গঠনতান্ত্রিক সমস্যা ও প্রশাসনিক জটিলতা দূর করা হত।’ কোন শাসক উক্ত আইনটি প্রণয়ন করেন- নর্থ ক্লাইভ রিপন ডালহৌসি ৫. উক্ত আইনের ফলে - i. বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হন ii. ভারতের বিভিন্ন শাসনতান্ত্রিক সমস্যার সমাধান হয় iii. কোম্পানির বোর্ড অব ডায়রেক্টরসের সদস্য সংখ্যা ২৪ জন নির্ধারিত হয় নিচের কোনটি সঠিক? i, ii i, iii ii, iii i, ii, iii ৬. নিয়ামক আইনে কাউন্সিলের মেয়াদ ধরা হয় - ৫ বছর ১০ বছর ১৫ বছর ২০ বছর ৭. হেস্টিংস কেন ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন? ঋণ পরিশোধের জন্য রাজস্ব বিভাগ সংস্কারের জন্য দুর্ভিক্ষ পীড়িত জনগণকে বাঁচাতে বিচার বিভাগ সংস্কারের জন্য কুইজ সমাপ্ত করুন