ইংরেজ কোম্পানির দ্বৈতশাসন

ইংরেজ কোম্পানির দ্বৈতশাসন

১. কত বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়?

  • ১৮৭৬
  • ১৯৭৬
  • ১১৭৬
  • ১২৭৬

২. কোন ব্যবস্থায় কোনো কৃষকের রাজস্ব বাকি পড়লে একই গ্রামের অন্য কৃষক সেই রাজস্ব পরিশোধ করে?

  • নাজাই প্রথা
  • হাজাই প্রথা
  • সলবাই প্রথা
  • সেতাব প্রথা

৩. দ্বৈত শসনের অবসান ঘটান-

  • ক্লাইভ
  • রিপন
  • হেস্টিংস
  • রেজা খান

৪. দ্বৈত শাসনের উদ্দেশ্য ছিল - i. বাংলার সম্পদ ফেরত ii. ইউরোপীয় বণিকদের সাথে সমঝোতা iii. কোম্পানির ক্ষমতা গোপন নিচের কোনটি সঠিক?

  • i, ii
  • i, iii
  • ii, iii
  • i, ii, iii

৫. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: স্বর্ণা ইতিহাস পড়ে জানতে পারে যে, ১৭৬৫ খ্রিষ্টাব্দে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের মতো বাংলায় আগমন করে এক অদ্ভুত শাসনব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থা প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার - উভয়েরই সমৃদ্ধি ঘটে। ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থার নাম কি ছিল?

  • ব্রিটিশ শাসন
  • কোম্পানি শাসন
  • দ্বৈত শাসন
  • স্বৈর শাসন

৬. উক্ত ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল?

  • বাংলায় ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত করা
  • কোম্পানির প্রকৃত ক্ষমতা গোপন করা যাতে প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় বণিকদের মনে যেন ঈর্ষা উদ্রেক না হয়
  • বাংলায় নবাবি শাসন পুনর্বহাল করা
  • ক্লাইভের স্বৈরশাসন প্রতিষ্ঠা

৭. এ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো হলো: i. দেওয়ান হিসেবে কোম্পানি সরাসরি রাজস্ব আদায়ের ক্ষমতার অধিকারী হয় ii. শাসনসংক্রান্ত ব্যাপারে নবাবকে দেওয়া হলো ক্ষমতাহীন দায়িত্ব iii. মুঘল সম্রাটের ফরমান অনুযায়ী কোম্পানি শাসনক্ষমতার অধিকারী হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii