ইংরেজ কোম্পানির দ্বৈতশাসন ১. কত বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়? ১৮৭৬ ১৯৭৬ ১১৭৬ ১২৭৬ ২. কোন ব্যবস্থায় কোনো কৃষকের রাজস্ব বাকি পড়লে একই গ্রামের অন্য কৃষক সেই রাজস্ব পরিশোধ করে? নাজাই প্রথা হাজাই প্রথা সলবাই প্রথা সেতাব প্রথা ৩. দ্বৈত শসনের অবসান ঘটান- ক্লাইভ রিপন হেস্টিংস রেজা খান ৪. দ্বৈত শাসনের উদ্দেশ্য ছিল - i. বাংলার সম্পদ ফেরত ii. ইউরোপীয় বণিকদের সাথে সমঝোতা iii. কোম্পানির ক্ষমতা গোপন নিচের কোনটি সঠিক? i, ii i, iii ii, iii i, ii, iii ৫. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: স্বর্ণা ইতিহাস পড়ে জানতে পারে যে, ১৭৬৫ খ্রিষ্টাব্দে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের মতো বাংলায় আগমন করে এক অদ্ভুত শাসনব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থা প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার - উভয়েরই সমৃদ্ধি ঘটে। ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থার নাম কি ছিল? ব্রিটিশ শাসন কোম্পানি শাসন দ্বৈত শাসন স্বৈর শাসন ৬. উক্ত ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? বাংলায় ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত করা কোম্পানির প্রকৃত ক্ষমতা গোপন করা যাতে প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় বণিকদের মনে যেন ঈর্ষা উদ্রেক না হয় বাংলায় নবাবি শাসন পুনর্বহাল করা ক্লাইভের স্বৈরশাসন প্রতিষ্ঠা ৭. এ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো হলো: i. দেওয়ান হিসেবে কোম্পানি সরাসরি রাজস্ব আদায়ের ক্ষমতার অধিকারী হয় ii. শাসনসংক্রান্ত ব্যাপারে নবাবকে দেওয়া হলো ক্ষমতাহীন দায়িত্ব iii. মুঘল সম্রাটের ফরমান অনুযায়ী কোম্পানি শাসনক্ষমতার অধিকারী হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii, ও iii কুইজ সমাপ্ত করুন