ব্যবসায়ের মৌলিক ধারণা-৩ ১. মি. এজাজুল ইসলাম ডাক্তারি বিদ্যা অর্জন করে নিজ গ্রামে চিকিৎসা পেশায় নিয়োজিত হলেন। এটি কোন শ্রেণির ব্যবসায়? শিল্প বাণিজ্য সেবা প্রত্যক্ষ সেবা ২. বিমার মাধ্যমে কোনটি সম্ভব? লেনদেনের ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর করা জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করা কালগত প্রতিবন্ধকতা দূর করা ৩. একজন ব্যবসায়ীকে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করতে হলে কোন কাজটি করা একান্ত প্রয়োজন? উৎপাদন অব্যাহত রাখা সম্পদের সুষ্ঠু ব্যবহার জনশক্তির সদ্বব্যবহার গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য উদ্ভাবন ৪. কোনটি ট্রেড সহায়ক কাজ ? গুদামজাতকরণ উৎপাদন খুচরা ব্যবসায় পুনঃরপ্তানি ৫. কাঁচা পাট থেকে বস্তা তৈরি। এটির মাধ্যমে কী সৃষ্টি হয়? স্থানগত উপযোগ সময়গত উপযোগ জ্ঞানসংক্রান্ত উপযোগ রূপগত উপযোগ ৬. বাজারে বিজ্ঞাপনের মাধ্যমে কীভাবে পণ্যের চাহিদা সৃষ্টি করা হয়? পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করে পণ্যের উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভোক্তাকে অবগত করে পণ্যের প্রাপ্তি স্থান সম্পর্কে অবগত করে পণ্যের গুণগত তথ্য প্রদান করে ৭. কোন কাজের জন্য বিশেষায়িত ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠেছে? বিমা প্যাকিং পরিবহন বিজ্ঞাপন ৮. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা হয়- i. ফলের দোকানে ii. কাঁচা বাজারে iii. স্টেশনারি দোকানে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. বাংলাদেশের ব্যাংকসমূহ জনগণকে কীসে উদ্বুদ্ধ করে? ব্যয়ে পুঁজিতে সঞ্চয়ে জনসেবায় ১০. সেবা প্রদানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা লাভ করছে- i. সরবরাহকারী ব্যবসায় ii. বন্টনমূলক ব্যবসায় iii. গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবসায় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন