ব্যবসায় পরিবেশ-১ ১. বাংলাদেশ শিল্পের পরিবেশ অনুকূল থাকায় কোন শিলেপর উত্থান ঘটেছে? গার্মেন্টস চামড়া পাট সিরামিক ২. ব্যবসায়ের পরিস্থিতি অনুকূলে রেখে কাজ সম্পাদন করতে পরিবেশকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালায় কে? সরকার ব্যাংক উদ্যোক্তা ভোক্তা ৩. কীসের ওপর ভিত্তি করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়? ব্যবসায়িক কর্মকাণ্ডের ব্যবসায়িক পরিবেশের ব্যবসায়িক তথ্যের ব্যবসায়িক লেনদেনের ৪. মুক্তবাজার অর্থনীতি কোন ধরনের বাজার ব্যবস্থা? অর্থনৈতিক হস্তক্ষেপমুক্ত অর্থনৈতিক হস্তক্ষেপযুক্ত রাজনৈতিক হস্তক্ষেপযুক্ত উন্মুক্ত ৫. পরিবেশের সাথে শিল্পোদ্যোগের সম্পর্ক কেমন? `O’ আকৃতির ‘+’ আকৃতির ‘-’ আকৃতির ‘V’ আকৃতির ৬. ব্যবসায় বাণিজ্য গড়ে ওঠার ভিত্তি হলো- i. প্রাকৃতিক পরিবেশ ii. অর্থনৈতিক পরিবেশ iii. সামাজিক পরিবেশ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. অর্থনৈতিক জীবন প্রণালির ক্ষেত্রে মানুষ নির্ভরশীল- i. নিজস্ব কর্মকাণ্ডের ওপর ii. অপ্রাকৃতিক পরিবেশের ওপর iii. প্রাকৃতিক পরিবেশের ওপর iv. নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. কোনটি ব্যবসায়ের ঐতিহাসিক পরিবেশের অন্তর্ভুক্ত? জাতিগত বৈশিষ্ট্য পারিবারিক পেশা ব্যক্তির মূল্যবোধ ধর্মীয় অনুভূতি ৯. কোন এলাকায় রাস্তাঘাট নির্মাণ ও শিল্প-বাণিজ্য গড়ে তোলা কঠিন? সাগর পরিবেষ্টিত এলাকায় পাহাড়-পর্বত পরিবেষ্টিত এলাকায় নদ-নদী পরিবেষ্টিত এলাকায় সমতাল এলাকায় ১০. কোনটি বাহ্যিক পরিবেশের বহির্ভূক্ত হবে? ক্রেতা মধ্যস্থ ব্যবসায়ী শ্রমিক সংঘ পণ্য সরবরাহকারী কুইজ সমাপ্ত করুন