ব্যবসায় পরিবেশ-২ ১. সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো- i. জনসংখ্যা ii. শিক্ষা ও সংস্কৃতি iii. দেশীয় ঐতিহ্য নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. আন্তর্জাতিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত- i. মুক্তবাজার অর্থনীতি ii. আঞ্চলিক জোট iii. রাজস্ব নীতি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. মি. সাগর আহমেদ পাট শিল্প গড়ে তোলার জন্য ঊর্বর সমতল ভূমি নির্বাচন করেন। উক্ত ভূমি নির্বাচন করার কারণ হলো উক্ত ভূমি- i. পাট চাষের জন্য উপযুক্ত ii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার জন্য উপযুক্ত iii. রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উপযুক্ত নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. প্রযুক্তিগত পরিবেশের উপাদান হলো- i. বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ii. গবেষণাধর্মী প্রতিষ্ঠান iii. কারিগরি প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii i, ii ও iii ii ও iii ৫. ব্যবসায় প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? নৈতিকতা ও মূল্যবোধ ধর্ম ও বর্ণ ভূ-প্রকৃতি বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ৬. সমুদ্র তীরবর্তী অঞ্চলে সজল পোশাক সরবরাহ করে থাকে। এ জন্য সজলকে ঐ অঞ্চলের কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে? আবহাওয়া জলবায়ু সংস্কৃতি পেশা ৭. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়- i. মানুষের জীবনধারা ii. সংস্কৃতি iii. অর্থনীতি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসা-বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলে? ক্রেতার ক্রয়ক্ষমতা হ্রাস পাবে সার্বিক বিনিয়োগ হ্রাস পাবে উৎপাদনের অবস্থা স্থির রাখে পরিবহন সমস্যার উত্তরণ ঘটায় ৯. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হতে কী গঠিত হয়? মূলধন ঋণ রাজস্ব অর্থ ১০. রাজস্ব বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে ব্যবসায় গঠন সহজ হয়? আইন-শৃঙ্খলা মূলধন জাতীয় আয় বিনিয়োগ নীতি কুইজ সমাপ্ত করুন