ব্যবসায় উদ্যোগ-১

ব্যবসায় উদ্যোগ-১

১. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?

  • জনকল্যাণ
  • মুনাফা অর্জন
  • ব্যবসায় সম্প্রসারণ
  • ভবিষ্যৎ উন্নয়ন

২. কোনটি উদ্দীপনামুলক সহায়ক সেবা?

  • সম্পদ ব্যবহার
  • শিল্প স্থাপন
  • প্রশিক্ষণ
  • গুদামজাতকরণ

৩. কর অবকাশ কোন ধরনের সহায়তা?

  • উদ্দীপনামূলক
  • সংরক্ষণমূলক
  • পরামর্শমূলক
  • সমর্থনমূলক

৪. কার নেতৃত্বে ব্র্যাকের কার্যক্রম শুরু করে?

  • জনাব ফজলে হোসেন আবেদ
  • জনাব মাহমুদ
  • জনাব হাসান মাহমুদ রাজ
  • জহুরুল ইসলাম

৫. অর্থনীতিতে উদ্যোগ বিষয়টি সর্বপ্রথম কে প্রচলন করেন?

  • ক্যানটিলন
  • জেবি সে
  • ডেভিড ম্যাকলেল্যান্ড
  • জোসেফ এ সুমপিটার

৬. উদ্যোক্তা কোন ধরনের সুযোগ অনুসন্ধান করেন?

  • রাজনৈতিক
  • অর্থনৈতিক
  • সামাজিক
  • ব্যবসায়িক

৭. উদ্যোক্তা কীসের মাধ্যমে দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় সাধন করেন?

  • গঠনমূলক সিদ্ধান্তের
  • যাচাইমূলক সিদ্ধান্তের
  • বিশ্লেষণমূলক সিদ্ধান্তের
  • বিচারমূলক সিদ্ধান্তের

৮. কোনটি ব্যবসায় উদ্যোগ?

  • বাড়ির আঙ্গিনায় বাগান করা
  • পাড়ায় পাঠাগার স্থাপন
  • ক্লাবে বার্ষিক ক্রীড়ার আয়োজন করা
  • হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা

৯. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে- i. মানবসম্পদ উন্নয়নে ii. দেশের আয় বৃদ্ধিতে iii. বেকার সমস্যার সমাধানে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. উদ্যোক্তা অনিশ্চয়তা গ্রহণের পাশাপাশি গ্রহণ করেন- i. বাজার ঝুঁকি ii. ব্যবসায়িক ঝুঁকি iii. আর্থিক ঝুঁকি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii