ব্যবসায় উদ্যোগ-১ ১. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি? জনকল্যাণ মুনাফা অর্জন ব্যবসায় সম্প্রসারণ ভবিষ্যৎ উন্নয়ন ২. কোনটি উদ্দীপনামুলক সহায়ক সেবা? সম্পদ ব্যবহার শিল্প স্থাপন প্রশিক্ষণ গুদামজাতকরণ ৩. কর অবকাশ কোন ধরনের সহায়তা? উদ্দীপনামূলক সংরক্ষণমূলক পরামর্শমূলক সমর্থনমূলক ৪. কার নেতৃত্বে ব্র্যাকের কার্যক্রম শুরু করে? জনাব ফজলে হোসেন আবেদ জনাব মাহমুদ জনাব হাসান মাহমুদ রাজ জহুরুল ইসলাম ৫. অর্থনীতিতে উদ্যোগ বিষয়টি সর্বপ্রথম কে প্রচলন করেন? ক্যানটিলন জেবি সে ডেভিড ম্যাকলেল্যান্ড জোসেফ এ সুমপিটার ৬. উদ্যোক্তা কোন ধরনের সুযোগ অনুসন্ধান করেন? রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ব্যবসায়িক ৭. উদ্যোক্তা কীসের মাধ্যমে দুষ্প্রাপ্য সম্পদের সমন্বয় সাধন করেন? গঠনমূলক সিদ্ধান্তের যাচাইমূলক সিদ্ধান্তের বিশ্লেষণমূলক সিদ্ধান্তের বিচারমূলক সিদ্ধান্তের ৮. কোনটি ব্যবসায় উদ্যোগ? বাড়ির আঙ্গিনায় বাগান করা পাড়ায় পাঠাগার স্থাপন ক্লাবে বার্ষিক ক্রীড়ার আয়োজন করা হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা ৯. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে- i. মানবসম্পদ উন্নয়নে ii. দেশের আয় বৃদ্ধিতে iii. বেকার সমস্যার সমাধানে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. উদ্যোক্তা অনিশ্চয়তা গ্রহণের পাশাপাশি গ্রহণ করেন- i. বাজার ঝুঁকি ii. ব্যবসায়িক ঝুঁকি iii. আর্থিক ঝুঁকি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন