অংশীদারি ব্যবসায়-১

অংশীদারি ব্যবসায়-১

১. কোন ব্যবসায়ের অসুবিধা দূর করার নিমিত্তে অংশীদারি ব্যবসায়ের উদ্ভব হয়?

  • যৌথমূলধনী ব্যবসায়
  • একমালিকানা ব্যবসায়
  • রাষ্ট্রীয় ব্যবসায়
  • সমবায় সমিতি

২. অংশীদারি ব্যবসায়ের দায় কেমন?

  • অসীম
  • সসীম
  • প্রতিশ্রুতিবদ্ধ
  • বিনিয়োগ ভিত্তিক

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া ১৭ জন ছাত্র মিলে আজিজ সুপার মার্কেটে একটি ‘টি’ শার্টের দোকান দিল। ছাত্রদের সংগঠনটি কী প্রকৃতির?

  • ব্যাংকিং অংশীদারি সংগঠন
  • সাধারণ অংশীদারি সংগঠন
  • যৌথমূলধনী কোম্পানি
  • সমবায় সমিতি

৪. কোনটি অংশীদারি ব্যবসায়ের অসুবিধা?

  • গঠন পদ্ধতি
  • গোপনীয়তা রক্ষা
  • দলগত কাজ
  • একক ঝুঁকি কম

৫. আইনানুযায়ী অংশীদারি কাজে অংশীদারগণ একে অন্যের কী হিসেবে কাজ করে?

  • প্রতিনিধি
  • বন্ধু
  • শরীক
  • হিতাকাঙ্ক্ষী

৬. এক মালিকানা ব্যবসায় ব্যক্তি স্বার্থ রক্ষার মাধ্যমে- i. ব্যবসায়ের স্বাভাবিক বিকাশ সহজতর করে ii. আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা সৃষ্টি করে iii. অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. অংশীদার হতে হলে প্রযোজ্য- i. সকল অংশীদারকে অর্থসরবরাহ করতে হবে ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যায় iii. সাবালক ও সুস্থ ব্যক্তি হতে হবে নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. মি. তাজুল ও কাজল পৌর এলাকা থেকে ১০ কি. মি. দূরে একটি মুদি দোকান স্থাপন করতে আগ্রহী। এজন্য কার নিকট থেকে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে?

  • সংশ্লিষ্ট জেলা প্রশাসক
  • সংশ্লিষ্ট পৌর চেয়ারম্যান
  • সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান
  • সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি

৯. অংশীদার চুক্তি হতে পারে i. লিখিত ii. মৌখিক iii. নিবন্ধিত নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • i, ii ও iii
  • ii ও iii

১০. কোন ধরনের প্রতিষ্ঠানে দক্ষতা ও অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর সুযোগ বেশি থাকে?

  • একমালিকানা
  • অংশীদারি
  • যৌথমূলধনী
  • সমবায় সংগঠন