অংশীদারি ব্যবসায়-১ ১. কোন ব্যবসায়ের অসুবিধা দূর করার নিমিত্তে অংশীদারি ব্যবসায়ের উদ্ভব হয়? যৌথমূলধনী ব্যবসায় একমালিকানা ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় সমবায় সমিতি ২. অংশীদারি ব্যবসায়ের দায় কেমন? অসীম সসীম প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগ ভিত্তিক ৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া ১৭ জন ছাত্র মিলে আজিজ সুপার মার্কেটে একটি ‘টি’ শার্টের দোকান দিল। ছাত্রদের সংগঠনটি কী প্রকৃতির? ব্যাংকিং অংশীদারি সংগঠন সাধারণ অংশীদারি সংগঠন যৌথমূলধনী কোম্পানি সমবায় সমিতি ৪. কোনটি অংশীদারি ব্যবসায়ের অসুবিধা? গঠন পদ্ধতি গোপনীয়তা রক্ষা দলগত কাজ একক ঝুঁকি কম ৫. আইনানুযায়ী অংশীদারি কাজে অংশীদারগণ একে অন্যের কী হিসেবে কাজ করে? প্রতিনিধি বন্ধু শরীক হিতাকাঙ্ক্ষী ৬. এক মালিকানা ব্যবসায় ব্যক্তি স্বার্থ রক্ষার মাধ্যমে- i. ব্যবসায়ের স্বাভাবিক বিকাশ সহজতর করে ii. আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা সৃষ্টি করে iii. অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. অংশীদার হতে হলে প্রযোজ্য- i. সকল অংশীদারকে অর্থসরবরাহ করতে হবে ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যায় iii. সাবালক ও সুস্থ ব্যক্তি হতে হবে নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. মি. তাজুল ও কাজল পৌর এলাকা থেকে ১০ কি. মি. দূরে একটি মুদি দোকান স্থাপন করতে আগ্রহী। এজন্য কার নিকট থেকে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে? সংশ্লিষ্ট জেলা প্রশাসক সংশ্লিষ্ট পৌর চেয়ারম্যান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি ৯. অংশীদার চুক্তি হতে পারে i. লিখিত ii. মৌখিক iii. নিবন্ধিত নিচের কোনটি সঠিক i ও ii i ও iii i, ii ও iii ii ও iii ১০. কোন ধরনের প্রতিষ্ঠানে দক্ষতা ও অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর সুযোগ বেশি থাকে? একমালিকানা অংশীদারি যৌথমূলধনী সমবায় সংগঠন কুইজ সমাপ্ত করুন