ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-২ ১. বাংলাদেশে কোন ব্যাংক CSR-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে? গ্রামীণ ব্যাংক সোনালী ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক যমুনা ব্যাংক ২. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? পরিবেশ কর্মচারী ভোক্তা ব্যবসায়ী ৩. আরএফএল হোম মেকার ‘অফ দি ইয়ার’ প্রতিযোগিতার মাধ্যমে সেরা গৃহিনী বাছাইয়ের আয়োজন করে। তাদের এ আয়োজন কীসের অন্তর্ভুক্ত? সামাজিক দায়িত্বের মুনাফাভোগী স্বভাবের রাজনৈতিক দায়িত্বের সাংস্কৃতিক দায়িত্বের ৪. এইচএসবিসি ব্যাংক তাদের প্রতিষ্ঠানে কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সচেষ্ট। এর মাধ্যমে ব্যাংকটি কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে? কর্মচারীর ক্রেতার রাষ্ট্রের বিনিয়োগকারীর ৫. গুদামজাতকরণ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায় কার প্রতি দায়িত্ব পালন করে? সরবরাহকারী রাষ্ট্র ক্রেতা ভোক্তা ৬. এয়ারটেল মোবাইল ফোন কোম্পানি ফুটবল প্রতিভা অনুসন্ধান করে দশজন খেলোয়াড়কে ইংল্যান্ডের ক্লাবে খেলার সুযোগ করে দিল। কোম্পানির কোন দায়বদ্ধতা থেকে এ আয়োজন করলো? মানবিক দায়বদ্ধতা আইনগত দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়িক দায়বদ্ধতা ৭. ব্যবসায়ীদের ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কীসের উদাহরণ? ব্যবসায়িক নৈতিকতার সুনাম অর্জন ব্যবসায়িক মূল্যবোধ সামাজিক প্রথা ৮. পরিবেশের সংরক্ষণের ফলে সমাজের কোন শ্রেণি বেশি উপকৃত হয়? সরকার কর্মী বিনিয়োগকারী সমাজ ৯. রাজ্জাক আলি সাভারে একটি চামড়ার কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা করে। এক্ষেত্রে কারখানাটি স্থাপনের পূর্বে কোন দফতরের ছাড়পত্র প্রয়োজন? স্বাস্থ্য অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর শ্রম মন্ত্রণালয় কোম্পানি নিবন্ধক ১০. গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টির কারণ হলো i. ওজন স্তরের পরিবর্তন ii. মিথেন গ্যাস নিঃসরণ iii. কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন