ব্যবসায়ের আইনগত দিক-১ ১. কোনটি কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করে? রেজিস্ট্রার অব কোম্পানি রেজিস্ট্রার অব জয়েন্ট কোম্পানি রেজিস্ট্রার অব বাংলাদেশ জয়েন্ট কোম্পানি রেজিস্ট্রার অব স্টক কোম্পানি ২. পৌর এলাকায় ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? ইউনিয়ন পরিষদ পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ৩. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়? বিসিক শিল্পনগরী ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসন পৌরসভা ৪. আমদানি-রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ছাড়া কোন আইনের প্রয়োগ হয়ে থাকে? ওষুধ নীতি-১৯৪০ মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০২ কারখানা আইন-১৯৬৫ অংশীদারি আইন-১৯৩২ ৫. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্য? প্রকৃত উদ্ভাবকের স্বার্থ রক্ষায় উদ্ভাবকের মুনাফা বৃদ্ধি উদ্ভাবককে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা উদ্ভাবকের পণ্য বিক্রয় বৃদ্ধি ৬. বিশ্ব মেধাসম্পদ দিবস কবে পালিত হয়? ২৬ মার্চ ২৬শে এপ্রিল ২৬শে জুন ২৬শে জুলাই ৭. কোনো ব্যক্তির প্যাটেন্ট প্রদানের বিরোধিতা করতে হলে বিজ্ঞপ্তি প্রকাশের কত মাসের মধ্যে নোটিশ জমা দিতে হয়? ১ মাস ১০ মাস ৪ মাস ৬ মাস ৮. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী? বিএসটিআই বিসিক বেসিক বিটাক ৯. পেটেন্ট উদ্ভাবনকারীকে কোন ধরনের ক্ষতি হতে রক্ষা করে? ব্যবসায়িক বণিজ্যিক কারিগরি আর্থিক ১০. মি. জামিল একটি বিশেষ ডিজাইনের পোশাক তৈরি করে বিক্রি করে কিন্তু উক্ত পোশাকের পেটেন্ট ছিল না। এজন্য বাজারে নকল পোশাক বিক্রি হচ্ছিল। এর ফলে কী ধরনের ক্ষতি হয়? আর্থিক নৈতিক পণ্য সংক্রান্ত বাজার সংক্রান্ত কুইজ সমাপ্ত করুন