ব্যবসায়ের আইনগত দিক-১

ব্যবসায়ের আইনগত দিক-১

১. কোনটি কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করে?

  • রেজিস্ট্রার অব কোম্পানি
  • রেজিস্ট্রার অব জয়েন্ট কোম্পানি
  • রেজিস্ট্রার অব বাংলাদেশ জয়েন্ট কোম্পানি
  • রেজিস্ট্রার অব স্টক কোম্পানি

২. পৌর এলাকায় ব্যবসায়ের ক্ষেত্রে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?

  • ইউনিয়ন পরিষদ
  • পৌর কর্তৃপক্ষ
  • জেলা প্রশাসন
  • উপজেলা প্রশাসন

৩. পৌর এলাকার বাইরে একমালিকানা ব্যবসায় গঠন করতে হলে কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হয়?

  • বিসিক শিল্পনগরী
  • ইউনিয়ন পরিষদ
  • জেলা প্রশাসন
  • পৌরসভা

৪. আমদানি-রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ছাড়া কোন আইনের প্রয়োগ হয়ে থাকে?

  • ওষুধ নীতি-১৯৪০
  • মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০২
  • কারখানা আইন-১৯৬৫
  • অংশীদারি আইন-১৯৩২

৫. পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্য?

  • প্রকৃত উদ্ভাবকের স্বার্থ রক্ষায়
  • উদ্ভাবকের মুনাফা বৃদ্ধি
  • উদ্ভাবককে প্রতিযোগিতায় টিকিয়ে রাখা
  • উদ্ভাবকের পণ্য বিক্রয় বৃদ্ধি

৬. বিশ্ব মেধাসম্পদ দিবস কবে পালিত হয়?

  • ২৬ মার্চ
  • ২৬শে এপ্রিল
  • ২৬শে জুন
  • ২৬শে জুলাই

৭. কোনো ব্যক্তির প্যাটেন্ট প্রদানের বিরোধিতা করতে হলে বিজ্ঞপ্তি প্রকাশের কত মাসের মধ্যে নোটিশ জমা দিতে হয়?

  • ১ মাস
  • ১০ মাস
  • ৪ মাস
  • ৬ মাস

৮. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী?

  • বিএসটিআই
  • বিসিক
  • বেসিক
  • বিটাক

৯. পেটেন্ট উদ্ভাবনকারীকে কোন ধরনের ক্ষতি হতে রক্ষা করে?

  • ব্যবসায়িক
  • বণিজ্যিক
  • কারিগরি
  • আর্থিক

১০. মি. জামিল একটি বিশেষ ডিজাইনের পোশাক তৈরি করে বিক্রি করে কিন্তু উক্ত পোশাকের পেটেন্ট ছিল না। এজন্য বাজারে নকল পোশাক বিক্রি হচ্ছিল। এর ফলে কী ধরনের ক্ষতি হয়?

  • আর্থিক
  • নৈতিক
  • পণ্য সংক্রান্ত
  • বাজার সংক্রান্ত