আকাইদ ও নৈতিক শিক্ষা-১

আকাইদ ও নৈতিক শিক্ষা-১

১. আল্লাহর একমাত্র মনেনী দীন কোনটি?

  • ইসলাম
  • ইমান
  • ইহাসন
  • ইনসাফ

২. বস্তুত আকাইদে বিশ্বাসের মাধ্যমে মানুষ?

  • ইসলামে প্রবেশ করে
  • ইসলামের শিক্ষা লাভ করে
  • ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
  • দীন পূর্ণাঙ্গ করে

৩. ইসলাম কোন ভাষার শব্দ?

  • বাংলা
  • উর্দু
  • আরবি
  • ফার্সি

৪. অধিকাংশ দর্মের সামকরণ করা হয় কী অনুসারে?

  • আচার আচরণ অনুযায়ী
  • প্রবর্তক, প্রচারক ও অনুসারী কিংবা জাতির নামানুসারে
  • বিশেষ ব্যক্তির নামানুসারে
  • ধর্মীয় নেতাদের নামানুসারে

৫. ইসলাম কিসের ধর্ম?

  • সমাজ ধ্বংসের
  • নীতি-নৈতিকতা
  • হারাম
  • অশান্তির

৬. ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে কোন আয়াতে?

  • সূরা আলে ইমরান : 19
  • সূরা মায়িদা : 3
  • সূরা মাদিয়াদ: 13
  • সূরা আহযাব: 40

৭. ইসলামের ব্যবহারিক দিকের একমাত্র মনোনীত ধর্ম। কারণ কী?

  • এর অনুসরণকারীর সংখ্যা সর্বত্র বিস্তৃত
  • এটি মুহাম্মদ (সা:) এর ওপর নাজিল হয়েছে
  • এই ধর্মের আগমনকারী নবির সংখ্যা লক্ষাধিক
  • এতে মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে

৮. ইসলাম একটি পূর্ণাঙ্ক জীবন ব্যবস্থা হবার কারণ কী?

  • কেবল সঠিক ধর্মাচারের বর্ণনা রয়েছে
  • এটি সর্বশেষ ধর্ম বলে
  • এতে রয়েছে জীবনের সকল দিকের আলোচনা
  • এখানে আছে অমুসলিমের দমননীতি

৯. জনাব স্যামুয়েল একজন নাস্তিক। কিন্তু এখন তিনি আল্লাহর নিকট গ্রহনযোগ্য একটি দীনে প্রবেশ করতে চান। এজন্য তাকে কোন ধর্ম বেছে নিতে হবে?

  • সনাতন
  • খ্রিস্টান
  • ইহুদি
  • ইসলাম

১০. ইসলাম ধর্মের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

  • সর্বজনীনতা
  • সীমাবদ্ধতা
  • কেন্দ্রীয় প্রবণতা
  • আঞ্চলিকতা