আকাইদ ও নৈতিক শিক্ষা-১ ১. আল্লাহর একমাত্র মনেনী দীন কোনটি? ইসলাম ইমান ইহাসন ইনসাফ ২. বস্তুত আকাইদে বিশ্বাসের মাধ্যমে মানুষ? ইসলামে প্রবেশ করে ইসলামের শিক্ষা লাভ করে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দীন পূর্ণাঙ্গ করে ৩. ইসলাম কোন ভাষার শব্দ? বাংলা উর্দু আরবি ফার্সি ৪. অধিকাংশ দর্মের সামকরণ করা হয় কী অনুসারে? আচার আচরণ অনুযায়ী প্রবর্তক, প্রচারক ও অনুসারী কিংবা জাতির নামানুসারে বিশেষ ব্যক্তির নামানুসারে ধর্মীয় নেতাদের নামানুসারে ৫. ইসলাম কিসের ধর্ম? সমাজ ধ্বংসের নীতি-নৈতিকতা হারাম অশান্তির ৬. ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়েছে কোন আয়াতে? সূরা আলে ইমরান : 19 সূরা মায়িদা : 3 সূরা মাদিয়াদ: 13 সূরা আহযাব: 40 ৭. ইসলামের ব্যবহারিক দিকের একমাত্র মনোনীত ধর্ম। কারণ কী? এর অনুসরণকারীর সংখ্যা সর্বত্র বিস্তৃত এটি মুহাম্মদ (সা:) এর ওপর নাজিল হয়েছে এই ধর্মের আগমনকারী নবির সংখ্যা লক্ষাধিক এতে মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ৮. ইসলাম একটি পূর্ণাঙ্ক জীবন ব্যবস্থা হবার কারণ কী? কেবল সঠিক ধর্মাচারের বর্ণনা রয়েছে এটি সর্বশেষ ধর্ম বলে এতে রয়েছে জীবনের সকল দিকের আলোচনা এখানে আছে অমুসলিমের দমননীতি ৯. জনাব স্যামুয়েল একজন নাস্তিক। কিন্তু এখন তিনি আল্লাহর নিকট গ্রহনযোগ্য একটি দীনে প্রবেশ করতে চান। এজন্য তাকে কোন ধর্ম বেছে নিতে হবে? সনাতন খ্রিস্টান ইহুদি ইসলাম ১০. ইসলাম ধর্মের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? সর্বজনীনতা সীমাবদ্ধতা কেন্দ্রীয় প্রবণতা আঞ্চলিকতা কুইজ সমাপ্ত করুন