আদর্শ জীবনচরিত-২

আদর্শ জীবনচরিত-২

১. সিরিয়া যাত্রাপথে মহানবি (স) এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী?

  • বুহায়রা
  • আবুল হাকম
  • ওরাকা
  • নওফেল

২. নিষিদ্ধ মাসে কোন যুদ্ধ হয়েছিল?

  • ফিজার
  • বনুমুস্তালিকা
  • বদর
  • ওহুদ

৩. রাসূল (স) শেষ যামানার আখেরি নবি হবেন এমন মন্তব্য কে করেছিলেন?

  • বুহায়রা নামক পাদ্রি
  • দুধভাই আবদুল্লাহ
  • চাচা আবু তালিব
  • দাদা মুত্তালিব

৪. ‘বুহায়রা’ কে ছিলেন?

  • ইহুদি
  • ধর্মজাযক
  • ওলি
  • পাদ্রি

৫. মহানবি (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযুল’ গঠন করেছিলেন?

  • কিশোর ও যুবকদের
  • কিশোরদের
  • যুবকদের
  • বৃদ্ধদের

৬. কোন বিদুষী মহিলা রাসূল (স)কে ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন?

  • হযরত খাদিজা (রা)
  • হযরত আসমা (রা)
  • হযরত মায়মুনা (রা)
  • হযরত সুমাইয়া (রা)

৭. খাদিজা (রা)কে বিবাহের সময় রাসূল(স) এর বয়স কত ছিল?

  • বিশ
  • পঁচিশ
  • ত্রিশ
  • পঁয়ত্রিশ

৮. রাসূল (স) কোন পর্বতের গুহায় ধ্যানমনগ্ন থাকতেন?

  • ওহুদ
  • হেরা
  • সাওর
  • তুর

৯. কত বছর বয়সে রাসূল (স) নবুয়ত প্রাপ্ত হন?

  • ৩৫
  • ৪০
  • ৪৫
  • ৫০

১০. পবিত্র রমযানের কত তারিখে হযরত জিবরাইল (আ) রাসূল (স) এর কাছে ‍ওহি নিয়ে আসেন?

  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০