ইবাদত-১

ইবাদত-১

১. আল্লাহ কাদেরকে একনিষ্ঠ বান্দা বলেছেন?

  • যারা কর্তব্য পালন করে
  • যারা আমানত রক্ষা করে
  • যারা ওয়াদা রক্ষা করে
  • যারা সঠিকভাবে যাকাত দেয়

২. কারা আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে?

  • মানুষ
  • জিন
  • ফেরেশতা
  • নবি-রাসুলগণ

৩. হাক্কুল ইবাদতের অর্থ কী?

  • আল্লাহর হক
  • বান্দার হক
  • মুসলমানদের হক
  • অমুসলিমদের হক

৪. কোন কাজটি বান্দার হক?

  • পিতা-মাতার খেদমত করা
  • প্রতিবছর হজ করা
  • জামাআতে নামায আদায় করা
  • সুন্দর সুন্দর বাড়িঘড় তৈরি করা

৫. রাসূল (স:) এর হাদিস অনুযায়ী এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি অধিকার রয়েছে?

  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি
  • সাতটি

৬. আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে কী বলে?

  • সালাত
  • হাক্কুল্লাহ
  • হাক্কুল ইবাদ
  • সাওম

৭. সামিয়া সব সময় তার বয়োজ্যেষ্ঠ্যেদের সালাম দেয় এবং ক্লাসে অভাবী বন্ধুদের সহযোগিতা করার চেষ্টা করে। সামিয়ার কাজটিতে কী প্রকাশ পেয়েছে?

  • আল্লাহর প্রতি হক আদায়
  • মানুষের প্রতি কর্তব্য পালন
  • স্কুলের প্রতি দায়িত্ব পালন
  • অমুসলিমদের প্রতি কর্তব্য পালন

৮. আল্লাহর হক আদায় করা যায়- i.আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করার মাধ্যমে ii.প্রতিবেশীর বিপদে সাহায্য করার মাধ্যমে iii আল্লাহর অনুগ্রহ কামনার মাধ্যমে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. মানুষ ক্ষমার আশা করতে পারে- i.তওবার মাধ্যমে ii.মুনাজাতের মাধ্যমে iii. নামায আদায়ের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. সামাজিক জীব হিসেবে মানুষের কর্তব্য হচ্ছে- i. মসজিদে গিয়ে নামায পড়া ii.সালামের জবাব দেয়া iii. জানাযায় অংশ গ্রহণ করা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii