আদর্শ জীবনচরিত-১ ১. আদর্শের আরবি প্রতিশব্দ কী? উছওয়া আমানত আহদ সিদক ২. ‘অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ- কোন সুরার আয়াত? আন-নাস আল-ফালাক আল-ইখলাস আল-আহযাব ৩. রাসূল (স)এর আগমনের পূর্বে পবিত্র মক্কায় কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল? ৩৪০ ৩৫০ ৩৬০ ৩৭০ ৪. জাহেলী যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল? বৈশাখী উকায বই সারদীয় ৫. ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী? অজ্ঞতার যুগ আলোর যুগ নবযুগ আধুনিক যুগ ৬. প্রাক ইসলামি যুগকে আইয়াওেম জাহেলিয়া বলা হয়, কারণ- i. তখন মানুষ অজ্ঞতা ও বর্বরতায় লিপ্ত ছিল ii.সাহিত্যের প্রতি মানুষের বিশেষ অনুরাগ ছিল iii. নারী সমাজকে সামাজিক জীব হিসেবে মনে করা হতো না নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. রাসূল (স) কোন বংশে জন্মগ্রহণ করেন? বনু তাইম কুরাইশ বনু নাজির কায়েস ৮. মহানবি (স) এর মায়ের নাম কী? হালিমা আমিনা রহিমা আয়েশা ৯. হযরত মুহাম্মদ (স) এর পিতার নাম কি? আবদুল্লাহ আব্দুল মুত্তালিব আবু তালিব আবু বকর (রা) ১০. কত বছর বয়সে রাসুল (স) তার মাকে হারান? পাঁচ ছয় সাত আট কুইজ সমাপ্ত করুন