আদর্শ জীবনচরিত-১

আদর্শ জীবনচরিত-১

১. আদর্শের আরবি প্রতিশব্দ কী?

  • উছওয়া
  • আমানত
  • আহদ
  • সিদক

২. ‘অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ- কোন সুরার আয়াত?

  • আন-নাস
  • আল-ফালাক
  • আল-ইখলাস
  • আল-আহযাব

৩. রাসূল (স)এর আগমনের পূর্বে পবিত্র মক্কায় কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল?

  • ৩৪০
  • ৩৫০
  • ৩৬০
  • ৩৭০

৪. জাহেলী যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল?

  • বৈশাখী
  • উকায
  • বই
  • সারদীয়

৫. ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী?

  • অজ্ঞতার যুগ
  • আলোর যুগ
  • নবযুগ
  • আধুনিক যুগ

৬. প্রাক ইসলামি যুগকে আইয়াওেম জাহেলিয়া বলা হয়, কারণ- i. তখন মানুষ অজ্ঞতা ও বর্বরতায় লিপ্ত ছিল ii.সাহিত্যের প্রতি মানুষের বিশেষ অনুরাগ ছিল iii. নারী সমাজকে সামাজিক জীব হিসেবে মনে করা হতো না নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. রাসূল (স) কোন বংশে জন্মগ্রহণ করেন?

  • বনু তাইম
  • কুরাইশ
  • বনু নাজির
  • কায়েস

৮. মহানবি (স) এর মায়ের নাম কী?

  • হালিমা
  • আমিনা
  • রহিমা
  • আয়েশা

৯. হযরত মুহাম্মদ (স) এর পিতার নাম কি?

  • আবদুল্লাহ
  • আব্দুল মুত্তালিব
  • আবু তালিব
  • আবু বকর (রা)

১০. কত বছর বয়সে রাসুল (স) তার মাকে হারান?

  • পাঁচ
  • ছয়
  • সাত
  • আট