শরিয়তের উৎস-১

শরিয়তের উৎস-১

১. শরিয়তের প্রথম বিষয়টি হলো-

  • আকিদা
  • নৈতিকতা
  • কাজকর্ম
  • নেক আমল

২. শরিয়তের বিষয়বস্তুর অন্তভূক্ত নয় কোনটি?

  • আকিদা
  • কোনটিই নয়
  • নৈতিকতা
  • বাস্তব কাজকর্ম

৩. কোনটি আমাদের ইবাদতের পদ্ধতি নিয়মকানুন শিক্ষা দেয়?

  • শরিয়ত
  • ইসলাম
  • ইমান
  • মারিফাত

৪. মানুষের কল্যাণার্থে জারিকৃত ইসলামের বিধি বিধানকে কী বলে?

  • মারেফাত
  • শরিয়াত
  • কাশ
  • ইজমা

৫. জনাব মইন শরিয়ত অনুযায়ী চলেন না। কারণ তিনি শরিয়তকে অস্বীকর করেন। তার এরূপ অস্বীকার মূলত অস্বীকার করা হবে

  • আল্লাহ ও রাসুল সা:কে
  • আল্লাহ ও কুরআনকে
  • ইসলামের বিধানকে
  • ইমানের বিষয়গুলোকে

৬. শরিয়ত আমাদের শিক্ষা দেয় i.ইবাদতের পদ্ধতি ii. উত্তম চরিত্র গঠনের iii. নৈতিকতার

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, যা প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এটি কোন সূরার অন্তর্গত?

  • সূরা আন নাহল
  • সূরা আল বাকারা
  • সূরা আল ইমরান
  • সূরা আল মায়িদা

৮. কোনটির উপর ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত?

  • কুরআনের
  • হাদিসের
  • কিয়াসের
  • হাদিসের

৯. কুরআনকে কুরআন নামকরণ কারণ কয়টি?

  • 2টি
  • 3টি
  • 4টি
  • 5টি

১০. হাফিজগণ শহিদ হলে কুরআন বিলুপ্ত হবে কেন?

  • তারা কুরআন সংকলক
  • তাদের মেধায় সম্পূর্ণ কুরআন সংরক্ষিত
  • তারা কুরআনের সংগ্রাহক
  • তাদের দায়িত্ব কুরআন হেফাজত করা