আখলাক-২

আখলাক-২

১. কিয়ামতের দিন ‍মুমিনের পাল্লায় কোন জিনিস বেশি ভারী হবে?

  • উত্তম চরিত্র
  • দান সাদকা
  • যাকাতের সম্পদ
  • বৃক্ষরোপণ

২. হুসনুল খুলুক অর্থ কী?

  • খারাপ চরিত্র
  • ভালো চরিত্র
  • সুন্দর চরিত্র
  • নিন্দনীয় চরিত্র

৩. যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কী বলা হয়?

  • ইমানদার
  • আলেম
  • মুত্তাকি
  • মুমিন

৪. জান্নাত লাভের পূর্ব শর্ত-

  • মুত্তাকি হওয়া
  • ওয়াদা পালন না করা
  • মিথ্যা বলা
  • আমানত রক্ষা না করা

৫. সুন্দর চরিত্রই পূন’- কে বলেছেন?

  • আল্লাহ
  • মহানবি (স)
  • হযরত আলী (রা)
  • হযরত উসমান (রা)

৬. ‘আল্লাহ ভীতি’ এর আরবি প্রতিশব্দ কোনটি?

  • আখলাক
  • সিদক
  • আদল
  • তাকওয়া

৭. ‘ন্যায়বিচার’ এর আরবি প্রতিশব্দ কোনটি?

  • আদল
  • আখলাক
  • তাকওয়া
  • আমানত

৮. তাকওয়া কোনটির মূলভিত্তি?

  • নামাযের
  • মানবতার
  • ইসলামি নৈতিকতার
  • সততার

৯. কিসের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়?

  • যাকাত
  • হজ
  • সাওম
  • সালাত

১০. আল্লাহ তাকওয়াবানদের- i. বরকতময় রিযিক দান করেন ii. সফলতা দান করেন iii. স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii