আখলাক-৩

আখলাক-৩

১. লজ্জাশীলতা ইমানের একটি অংশ কোন হাদিস গ্রন্থে রয়েছে?

  • নাসাই
  • বুখারি
  • মুসলিম
  • তিরমিযি

২. মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা কোন সূরায় স্পষ্টভাবে বলা হয়েছে?

  • সূরা আহযাবে
  • সুলা নিসায়
  • সুরা মায়েদায়
  • সূরা আল-ইমরানে

৩. আমানত অর্থ কী?

  • গচ্ছিত রাখা
  • ফিরিয়ে দেওয়া
  • কথা দেওয়া
  • সত্য বলা

৪. কোনটি আমানতের বিপরীত?

  • খিয়ানত করা
  • সত্যবাদিতা
  • রিয়া দেখানো
  • জমা রাখা

৫. আমানতদারী কী ডেকে আনে?

  • বিশ্বাস
  • শান্তি
  • সচ্ছলতা
  • সহানুভূতি

৬. খিয়ানত অর্থ কী?

  • আত্মসাৎ করা
  • লোভ করা
  • মিথ্যা বলা
  • গিবত করা

৭. আমানত রক্ষা করা- i. ইমানের অঙ্গ ii. ইমানদারের বৈশিষ্ট্য iii. আখলাকে হামিদার গুরুত্বপূর্ণ দিক নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. কারেদকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন?

  • ফেরেশতাদেরকে
  • মানুষদেরকে
  • জিনদেরকে
  • পশুপাখিকে

৯. ইসলামে অধিকার কয়ভাবে বিভক্ত?

  • দুই
  • তিন
  • পাঁচ
  • তিন

১০. মহানবী (স) কোন দু‘প্রকারের ব্যক্তিকে সাহায্য করতে বলেছেন?

  • জালিম ও মাযলুমকে
  • সাদিক ও কাযিবেকে
  • শহিদ ও গাজীকে
  • আশেক ও মাশুককে