সৌরজগৎ ও ভূমন্ডল –১

সৌরজগৎ ও ভূমন্ডল –১

১. মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে কোনটি?

  • বিশ্বজগৎ
  • সৌরজগৎ
  • মহাকাশ
  • জ্যোতিষ্কমন্ডল

২. কোন শক্তির মাধ্যমে গ্রহ এবং উপগ্রহসমূহ সুর্যের চারিদিকে পরিক্রমণ করছে?

  • অভিকর্ষ
  • সৌরশক্তি
  • আণবিক শক্তি
  • মহাকর্ষণ শক্তি

৩. আণবিক শক্তির সৃষ্টির প্রক্রিয়ায় সূর্যে অনবরত তৈরি হচ্ছে-

  • হাইড্রোজেন→হিলিয়াম→শক্তি
  • অক্সিজেন→নাইট্রোজেন→কার্বন ডাই অক্সাইড
  • অক্সিজেন→হিলিয়াম→নাইট্রোজেন
  • হাইড্রোজেন→হিলিয়াম→অক্সিজেন

৪. সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলিসয়াস?

  • ৫,৫৭০
  • ৩,৬০০
  • ৫,৮০০
  • ৫৭,০০

৫. সূর্যে শতকরা কত ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে?

  • ৩৩ ভাগ
  • ৪৪ ভাগ
  • ৫৫ ভাগ
  • ৬৬ ভাগ

৬. কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

  • পৃথিবীর
  • বৃহস্পতির
  • শনির
  • বুধের

৭. বুধ-এর ব্যাস কত?

  • ৪,৮৫০ কি.মি.
  • ১২,৭৫২মাইল
  • ১২,৭৫২ কি.মি.
  • ৪,৮৫০ মাইল

৮. শুক্রকে পশ্চিম আকাশে আমরা কীরূপে দেখতে পাই?

  • শুকতারা
  • রংধনু
  • ধ্রুবতারা
  • সন্ধ্যাতারা

৯. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?

  • পৃথিবী
  • বুধ
  • শুক্র
  • মঙ্গল