সৌরজগৎ ও ভূমন্ডল –১ ১. মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে কোনটি? বিশ্বজগৎ সৌরজগৎ মহাকাশ জ্যোতিষ্কমন্ডল ২. কোন শক্তির মাধ্যমে গ্রহ এবং উপগ্রহসমূহ সুর্যের চারিদিকে পরিক্রমণ করছে? অভিকর্ষ সৌরশক্তি আণবিক শক্তি মহাকর্ষণ শক্তি ৩. আণবিক শক্তির সৃষ্টির প্রক্রিয়ায় সূর্যে অনবরত তৈরি হচ্ছে- হাইড্রোজেন→হিলিয়াম→শক্তি অক্সিজেন→নাইট্রোজেন→কার্বন ডাই অক্সাইড অক্সিজেন→হিলিয়াম→নাইট্রোজেন হাইড্রোজেন→হিলিয়াম→অক্সিজেন ৪. সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলিসয়াস? ৫,৫৭০ ৩,৬০০ ৫,৮০০ ৫৭,০০ ৫. সূর্যে শতকরা কত ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে? ৩৩ ভাগ ৪৪ ভাগ ৫৫ ভাগ ৬৬ ভাগ ৬. কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? পৃথিবীর বৃহস্পতির শনির বুধের ৭. বুধ-এর ব্যাস কত? ৪,৮৫০ কি.মি. ১২,৭৫২মাইল ১২,৭৫২ কি.মি. ৪,৮৫০ মাইল ৮. শুক্রকে পশ্চিম আকাশে আমরা কীরূপে দেখতে পাই? শুকতারা রংধনু ধ্রুবতারা সন্ধ্যাতারা ৯. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়? পৃথিবী বুধ শুক্র মঙ্গল কুইজ সমাপ্ত করুন