বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ-১

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ-১

১. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশে?

  • ভারতে
  • মায়ানমার
  • ভুটানে
  • নেপালে

২. ব্রহ্মপুত্র আসাম হয়ে বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করেছে?

  • চাঁদপুর
  • কুড়িগ্রাম
  • রাজশাহী
  • সিলেট

৩. ব্রহ্মপুত্রের কত বর্গ কি.মি. বাংলাদেশে প্রবাহিত হয়েছে?

  • ৩৪,১৮৮ বর্গ কি.মি.
  • ৪৪,০৩০ বর্গ কি.মি..
  • ৬৪,০৩০ বর্গ কি.মি.
  • ৫,৮০,১৬০ বর্গ কি.মি

৪. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?

  • ১২০ কিমি
  • ২০৮ কিমি
  • ৩২০ কিমি
  • ৪০৮ কিমি

৫. সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত?

  • ১২০ কিমি
  • ১৪২ কিমি
  • ২০৮ কিমি
  • ৩২০ কিমি

৬. মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?

  • গাঙ্গোত্রী হিমবাহ
  • মাইভার পবর্ত
  • লুসাই পাহাড়
  • মানস সরোবর

৭. অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে কত সালে?

  • ১৯৫৫
  • ১৯৫৮
  • ১৯৬২
  • ১৯৭২

৮. মেঘনার শাখা নদী হলো- i. ভৈরব ii. মনু iii. গোমতী নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. নদীর পানি ব্যবহার করে কৃষি পরিকল্পনা বিস্তৃত হওয়ায় নিশ্চিত হচ্ছে মানুষের- i. কর্মসংস্থান ii. খাদ্য নিরাপত্তা iii. ব্যবসা-নাণিজ্য নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. বনজ সম্পদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কোনটি?

  • মাটি
  • পানি
  • জলবায়ুগত অবস্থা
  • নদ-নদী