বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ-১ ১. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশে? ভারতে মায়ানমার ভুটানে নেপালে ২. ব্রহ্মপুত্র আসাম হয়ে বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করেছে? চাঁদপুর কুড়িগ্রাম রাজশাহী সিলেট ৩. ব্রহ্মপুত্রের কত বর্গ কি.মি. বাংলাদেশে প্রবাহিত হয়েছে? ৩৪,১৮৮ বর্গ কি.মি. ৪৪,০৩০ বর্গ কি.মি.. ৬৪,০৩০ বর্গ কি.মি. ৫,৮০,১৬০ বর্গ কি.মি ৪. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত? ১২০ কিমি ২০৮ কিমি ৩২০ কিমি ৪০৮ কিমি ৫. সাঙ্গু নদীর দৈর্ঘ্য কত? ১২০ কিমি ১৪২ কিমি ২০৮ কিমি ৩২০ কিমি ৬. মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়? গাঙ্গোত্রী হিমবাহ মাইভার পবর্ত লুসাই পাহাড় মানস সরোবর ৭. অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে কত সালে? ১৯৫৫ ১৯৫৮ ১৯৬২ ১৯৭২ ৮. মেঘনার শাখা নদী হলো- i. ভৈরব ii. মনু iii. গোমতী নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. নদীর পানি ব্যবহার করে কৃষি পরিকল্পনা বিস্তৃত হওয়ায় নিশ্চিত হচ্ছে মানুষের- i. কর্মসংস্থান ii. খাদ্য নিরাপত্তা iii. ব্যবসা-নাণিজ্য নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. বনজ সম্পদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কোনটি? মাটি পানি জলবায়ুগত অবস্থা নদ-নদী কুইজ সমাপ্ত করুন