বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ-১ ১. অর্থ কিসের মাধ্যম? বিনিময়ের ভাব প্রকাশের চাহিদার ভোগের ২. কুইন চিচিকদের পরিবারে মা-ই সব ক্ষমতার অধিকারী। উক্ত পরিবারটি কোন ধরনের পরিবার? পিতৃতান্ত্রিক বহুপতি প্রতিলোম মাতৃতান্ত্রিক ৩. মুনিরার বিয়ের পর তার স্বামী মফিজ শহরে একটি পৃথক এ্যাপার্টমেন্টে তাদের দাম্পত্য জীবন শুরু করে। এটি কোন পরিবারের উদাহরণ? অজাচার বহুপতি অনুলোম নয়াবাস ৪. বিষয় সম্পত্তি কীভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়? দান সূত্রে পাওনা সূত্রে ভোগ দখলের সূত্রে উত্তরাধিকার সূত্রে ৫. শহরে চাকরিজীবীদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়? মাতৃবাস পিতৃবাস নয়াবাস যৌথ ৬. উচুবর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? প্রতিলোম অনুলোম অন্তলোম মাতৃতান্ত্রিক ৭. বাংলাদেশের পরিবার ব্যবস্থা এখনও সুদৃঢ় কেন? অর্থনৈতিক প্রয়োজন দরিদ্রতা সম্পদের অপ্রতুলতা মায়া-মমতার উপস্থিতি ৮. গ্রামের ভাসমান ব্যক্তিরা কেন শহরে পাড়ি জমায়? শিল্পায়নের কারণে উন্নত জীবনের আশায় নতুন রাষ্ট্র সৃষ্টির জন্য পারিবারিক ভাঙেনের জন্য ৯. যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে কেন? খরচ কমানোর জন্য শিল্পায়নের কারণে পারিবারিক বিশৃঙ্খলার কারণে সম্পর্কে অবনতির কারণে ১০. ধর্মীয় প্রতিষ্ঠান শিশুর সামাকিকীকরণে প্রভাব ফেলে- i. নৈতিক উন্নতি সাধন করে ii. সাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটায় iii. বাহ্যিক আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১১. পরিবারকে আয়ের একক বলা হয়। কারণ পরিবারের- i. সদস্যরা কৃষি কাজ করে অর্থ উপার্জন করে ii. সদস্যরা চাকরি করে iii. সদস্যরা অর্থ উপার্জনে ঘরের বাইরে কাজ করে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii iii i, ii ও ii কুইজ সমাপ্ত করুন