বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা-১ ১. অর্থ কিসের মাধ্যম? বিনিময়ের ভাব প্রকাশের চাহিদার ভোগের ২. আয় ও ব্যয় সংক্রান্ত নীতিকে রাষ্ট্র কী পদ্ধতি বলে? শিল্প অর্থনীতি ব্যস্টিক অর্থনীতি সরকারি অর্থব্যবস্থা সামষ্টিক অর্থনীতি ৩. সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলি আলোচনা করে। বক্তব্যটি কার? এল রবিন্স ডালটন রাস্টকস অ্যাডাম স্মিথ ৪. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? আমদানি ও রপ্তানি শুল্ক মূল্য সংযোজন কর আয়কর ভূমি রাজস্ব ৫. ব্যক্তিগত আয়ের ওপর ধার্যক্রত করকে কী বলে? আয়কর বাণিজ্য কর আবগারি কর মূল্য সংযোজন কর ৬. ভ্যাট এর পূর্ণ রূপ কি? Value Add Tax Valuable Tax Value Added Tax Value and tax ৭. সুদ কোন ধরনের রাজস্ব? কর বহির্ভূত রাজস্ব কর রাজস্ব ভূমির রাজস্ব আমদানি রাজস্ব ৮. তালিকায় কোন দুটি উৎস কর বহির্ভূত? আবগারি ও রেজিস্ট্রেশন সুদ ও আবগারি রেজিস্ট্রেশন ও রেলওয়ে সুদ ও রেলওয়ে ৯. কাগজী মুদ্রা প্রচলন করার ক্ষমতা আছে কোনটির? সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক অগ্রণী ব্যাংক গ্রামীণ ব্যাংক ১০. বাংলোদেশ ব্যাংকের কাজ হলো- i. সরকারকে ঋন প্রদান ii. আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান iii. ব্যবসা করার জন্য ঋণ প্রদান নিচের কোনটি সঠিক? i i ও ii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন