বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা-১

বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা-১

১. অর্থ কিসের মাধ্যম?

  • বিনিময়ের
  • ভাব প্রকাশের
  • চাহিদার
  • ভোগের

২. আয় ও ব্যয় সংক্রান্ত নীতিকে রাষ্ট্র কী পদ্ধতি বলে?

  • শিল্প অর্থনীতি
  • ব্যস্টিক অর্থনীতি
  • সরকারি অর্থব্যবস্থা
  • সামষ্টিক অর্থনীতি

৩. সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলি আলোচনা করে। বক্তব্যটি কার?

  • এল রবিন্স
  • ডালটন
  • রাস্টকস
  • অ্যাডাম স্মিথ

৪. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

  • আমদানি ও রপ্তানি শুল্ক
  • মূল্য সংযোজন কর
  • আয়কর
  • ভূমি রাজস্ব

৫. ব্যক্তিগত আয়ের ওপর ধার্যক্রত করকে কী বলে?

  • আয়কর
  • বাণিজ্য কর
  • আবগারি কর
  • মূল্য সংযোজন কর

৬. ভ্যাট এর পূর্ণ রূপ কি?

  • Value Add Tax
  • Valuable Tax
  • Value Added Tax
  • Value and tax

৭. সুদ কোন ধরনের রাজস্ব?

  • কর বহির্ভূত রাজস্ব
  • কর রাজস্ব
  • ভূমির রাজস্ব
  • আমদানি রাজস্ব

৮. তালিকায় কোন দুটি উৎস কর বহির্ভূত?

  • আবগারি ও রেজিস্ট্রেশন
  • সুদ ও আবগারি
  • রেজিস্ট্রেশন ও রেলওয়ে
  • সুদ ও রেলওয়ে

৯. কাগজী মুদ্রা প্রচলন করার ক্ষমতা আছে কোনটির?

  • সোনালী ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংক
  • অগ্রণী ব্যাংক
  • গ্রামীণ ব্যাংক

১০. বাংলোদেশ ব্যাংকের কাজ হলো- i. সরকারকে ঋন প্রদান ii. আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান iii. ব্যবসা করার জন্য ঋণ প্রদান নিচের কোনটি সঠিক?

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii