রাষ্ট্র, নাগরিকতা ও আইন-১

রাষ্ট্র, নাগরিকতা ও আইন-১

১. রাষ্ট্র কী?

  • বৃহদাকার রাজনৈতিক সংগঠন
  • সামাজিক সংগঠন
  • আন্তর্জাতিক সংগঠন
  • অর্থনৈতিক সংগঠন

২. রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পুর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে?

  • এরিস্টটল
  • ম্যাকাইভার
  • গার্নার
  • গেটেল

৩. গার্নার প্রদত্ত সংজ্ঞায় রাষ্ট্রের কয়টি উপাদানের কথা উল্লেখ করা আছে?

৪. মোনাকো রাষ্ট্রের জনসংখ্যা কত?

  • ১২ হাজার
  • ১৩ হাজার
  • ১৪ হাজার
  • ১৬ হাজার

৫. রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কী?

  • প্রাকৃতিক সম্পদ
  • শিক্ষিত নারী
  • কর্মক্ষম জনগোষ্ঠী
  • শিক্ষিত জনগোষ্ঠী

৬. সার্বভৌম ক্ষমতার দিক কয়টি?

  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ৫টি

৭. রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী?

  • আইন প্রণয়ন
  • সুশীল সমাজ গঠন
  • ন্যায়বিচার প্রতিষ্ঠা
  • রাজনীীতিক দল গঠন

৮. সার্বভৌমের আদেশ কী?

  • স্বাধীনতা
  • রাষ্ট্র
  • সরকার
  • আইন

৯. ঢাকা রাষ্ট্র নয় কেন?

  • সার্বভৌমত্ব নেই
  • নির্দিষ্ট জনসংখ্যা নেই
  • নির্দিষ্ট সীমারেখা নেই
  • কোন সরকার ব্যবস্থা নেই

১০. The Modern State’ গ্রন্থটির লেখক কে?

  • এরিস্টটল
  • ম্যাকাইভার
  • গার্নার
  • গেটেল