বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু-১

বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু-১

১. সূর্যে হিলিয়াম থেকে কী তৈরী হচ্ছে?

  • হাইড্রোজেন
  • শক্তি
  • আরগন
  • নাইট্রোজেন

২. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?

  • বাংলাদেশ
  • চীন
  • ভারত
  • মালদ্বীপ

৩. বাংলাদেশের ভূ-প্রকৃতি কীরূপ?

  • উঁচু ও নিচু
  • উঁচু ও সমতল
  • উঁচু, নিচু ও সমতল
  • নিচু ও সমতল

৪. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

  • নিরক্ষরেখা
  • বিষুবরেখা
  • ককর্টক্রান্তি রেখা
  • মকররেখা

৫. বাংলাদেশের ভূখন্ড কোন দিক হতে কোন দিকে ক্রমশ ঢালু?

  • পশ্চিম হতে পূর্ব
  • উত্তর হতে দক্ষিণ
  • পূর্ব হতে পশ্চিম
  • দক্ষিণ হতে উত্তর

৬. মোদকমুয়াল পাহাড় চূড়ার উচ্চতা কত?

  • ৯১৫ মিটার
  • ১২৩০ মিটার
  • ১২৩১ মিটার
  • ১০০০ মিটার

৭. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বাংলাদেশের মোট ভুমির প্রায় কত শতাংশ এলাকা নিয়ে গঠিত?

  • ৮%
  • ১০%
  • ১২%
  • ১৫%

৮. আন্ত:বরফ গলা পানিতে প্লাবন সৃষ্টি হয়ে যে ভূমি সৃষ্টি হয়েছিল একে কী বলে?

  • টারশিয়ারি যুগের পাহাড়
  • প্লাইস্টোসিন কালের সোপান
  • সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
  • জোরাসিক যুগের চত্বর ভূমি

৯. মিনা কুমিল্লা থেকে ৮ কি: মি: পশ্চিমে একটি পাহাড় পরিদর্শনে গিয়েছে। পাহাড়টির গড় উচ্চতা কত মিটার?

  • ২১
  • ৩৪
  • ৬ থেকে ১২
  • ২৪৪

১০. কুলনা, পটুয়াখালী ও বরিশাল জেলার কিয়দংশ নিয়ে কোনটি গঠিত হয়?

  • প্লাবন সমভূমি
  • স্রোতজ সমভূমি
  • ব-দ্বীপ সমভূমি
  • উপকূলীয় সমভূতি