জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা-১

জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা-১

১. নাগরিকের সকল সম্পদকে একত্রে কী সম্পদ বলে?

  • জাতীয় সম্পদ
  • সামষ্টিক সম্পদ
  • নিজস্ব সম্পদ
  • ব্যক্তিগত সম্পদ

২. কোনটি সম্পদের বৈশিষ্ট্য?

  • অপ্রাচুর্য
  • চাহিদা
  • অভাব
  • ভোগ

৩. অপ্রাচুর্য কথাটির অর্থ কী?

  • যোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ
  • সম্পদের পরিমাণ অসীম
  • সম্পদের পরিমাণ সসীম
  • চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ

৪. উপযোগ কী?

  • দ্রব্যের যোগানের সীমাবদ্ধতা
  • নতুন দ্রব্য সৃষ্টি করা
  • দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
  • দ্রব্যটি পাওয়ার আকাঙ্ক্ষা

৫. প্রাকৃতিক সম্পদ দ্বারা কীভাবে নুন সম্পদ সৃষ্টি হয়?

  • স্বয়ংক্রিয়ভাবে
  • প্রাকৃতিক নিয়মে
  • স্থানান্তর করে
  • স্থানান্তর ও রূপান্তর করে

৬. নিচের কোনটি সম্পদ নয়?

  • পানি
  • গাছ
  • বাতাস
  • মাছ

৭. মানবজীবনের মৌল অর্থনৈতিক সমস্যা কোনটি?

  • সম্পদের স্বল্পতা
  • সীমাহীন অভাব
  • দুষ্প্রাপ্যতা
  • বাহ্যিকতা

৮. উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?

  • ভোগ
  • বন্টন
  • মজুরি
  • মুনাফা

৯. অর্থনীতিতে ভূমি বলতে কোনটিকে বোজায়?

  • মাটি বা সমতল ভূমিকে
  • জমি যা ব্যবহৃত হয় ফসল ফলানোর জন্য
  • একমাত্র উর্বর জমিকে
  • সকল প্রাকৃতিক সম্পাদকে

১০. কোন অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?

  • ধনতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • মিশ্র
  • ইসলামি