অর্থনৈতিক নির্ধারকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রক...-১

অর্থনৈতিক নির্ধারকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রক...-১

১. মোট জাতীয় উৎপাদন কোনটি?

  • GNI
  • DNP
  • ARP
  • GNP

২. উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক?

৩. মোট অর্থের পরিমাণ বেড়ে গেলে দেশে কী সমস্যা দেখা দিতে পারে?

  • দুর্নীতি বাড়তে পারে
  • মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে
  • পণ্যের দাম কমতে পারে
  • পণ্যের দাম বাড়তে পারে

৪. বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় কোনটির অর্ন্তভূক্ত হবে?

  • GDP
  • GNI
  • NNP
  • GNP

৫. মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কোনটি?

  • ভৌগোলিক সীমানা
  • জাতীয়তা
  • বৈদেশিক ঋণ
  • রেমিটেন্স

৬. ২০১০-১১ অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে খাতওয়ারী অবদানে কোন খাত তৃতীয় স্থানে রয়েছে?

  • শিল্প খাত
  • ব্যবসা খাত
  • সেবা খাত
  • কৃষি খাত

৭. মোট দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি?

  • ব্যবসায়
  • শিল্প
  • রেশন শিল্প
  • কৃষি ও বনজ

৮. ‘ক’ রাষ্ট্রের মাথাপিছু আয় বেড়েছে ২% এবং দ্রব্যমূল্য বেড়েছে ৩%। এক্ষেত্রে জনগণের ওপর কীরূপ প্রভাব পড়বে?

  • জীবনযাত্রার মান বাড়বে
  • জীবনযাত্রার মান স্থির থাকবে
  • জীবনযাত্রার মান কমবে
  • জীবনযাত্রার মান সমানুপাতিক হারে কমবে

৯. ‘ক’ নামক দেশে জনগণের সার্বিক কল্যাণ বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কোনটি কাজ করছে?

  • আয় বৈষম্য কম
  • উন্নত প্রযুক্তির ছোঁয়া
  • কিছু লোক অতি ধনী
  • উৎপাদন বেশি

১০. নরওয়ে ও সিঙ্গাপুরের মাথাপিছু আয়-

  • ৩৮৫৪০ এবং ৬৪০
  • ৪৭১৪০ এবং ৭৮০
  • ৮৫৩৮০ এবং ৪০৯২০
  • ৪৯৯৩০ এবং ৭৬০