বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা-১ ১. আইনসভা প্রণীত আইন কার সম্মতির মধ্য দিয়ে কার্যকর হয়? প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির স্পিকারের আইন বিভাগের ২. আইন তৈরী করা কার কাজ? বিচার বিভাগের আইন বিভাগের জাতীয় সংসদের নির্বাহী বিভাগের ৩. কোন বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে? শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ মানবাধিকার বিভাগ ৪. দি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে- i. বাংলাদেশে ii. ভারতে iii. ব্রেটেনে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. রাষ্টপতিকে অভিশংসন বা অপসারণ করতে পারে কে? প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ জাতীয় সংসদ প্রধান বিচারপতি ৬. জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন কে? প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী রাষ্টপতি স্বরাষ্ট্রমন্ত্রী ৭. খুনের অপরাধে জনাব ‘ক’ এর মৃত্যু দন্ডাদেশ হয়। উক্ত দন্ডাদেশ মওকুফ করার ক্ষমতা আছে- প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির স্পিকারের ৮. রাষ্টের অর্থ ব্যয় করার জন্য কার অনুমতি নিতে হয়? প্রধানমন্ত্রীর অর্থমন্তির রাষ্ট্রপতির জাতীয় সংসদের ৯. আন্ত:মন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার এটর্নি জেনারেল ১০. রাষ্ট্রপতি ক্ষমতা রয়েছে যেকোনো দন্ড- i. মওকুফ করবার ii. হ্রাস করবার iii. স্থগতি করবার নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন