বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা-১

বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা-১

১. আইনসভা প্রণীত আইন কার সম্মতির মধ্য দিয়ে কার্যকর হয়?

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • আইন বিভাগের

২. আইন তৈরী করা কার কাজ?

  • বিচার বিভাগের
  • আইন বিভাগের
  • জাতীয় সংসদের
  • নির্বাহী বিভাগের

৩. কোন বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে?

  • শাসন বিভাগ
  • আইন বিভাগ
  • বিচার বিভাগ
  • মানবাধিকার বিভাগ

৪. দি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে- i. বাংলাদেশে ii. ভারতে iii. ব্রেটেনে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. রাষ্টপতিকে অভিশংসন বা অপসারণ করতে পারে কে?

  • প্রধানমন্ত্রী
  • মন্ত্রিপরিষদ
  • জাতীয় সংসদ
  • প্রধান বিচারপতি

৬. জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন কে?

  • প্রধানমন্ত্রী
  • পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্টপতি
  • স্বরাষ্ট্রমন্ত্রী

৭. খুনের অপরাধে জনাব ‘ক’ এর মৃত্যু দন্ডাদেশ হয়। উক্ত দন্ডাদেশ মওকুফ করার ক্ষমতা আছে-

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতি
  • প্রধান বিচারপতির
  • স্পিকারের

৮. রাষ্টের অর্থ ব্যয় করার জন্য কার অনুমতি নিতে হয়?

  • প্রধানমন্ত্রীর
  • অর্থমন্তির
  • রাষ্ট্রপতির
  • জাতীয় সংসদের

৯. আন্ত:মন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন কে?

  • প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • স্পিকার
  • এটর্নি জেনারেল

১০. রাষ্ট্রপতি ক্ষমতা রয়েছে যেকোনো দন্ড- i. মওকুফ করবার ii. হ্রাস করবার iii. স্থগতি করবার নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii