বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা ও এর প্রতিকার বিধা-১ ১. সামাজিক অসংগতির মূল কারণ কী? মূল্যবোধের অবক্ষয় সামাজিক দূর্নীতি সামাজিক বিশৃঙ্খলা প্রচলিত মুল্যবোধের অবনতি ২. সামাজিক অসংগতির মূল কারণ হলো কোনটি? মানব সমাজের পরিবর্তন সামাজিক মূল্যবোধের অবক্ষয় সামাজিক পরিবর্তন সামাজিক কর্তৃপক্ষের দুর্বলতা ৩. কোনটি মানুষকে মূল্যবোধহীন পথে পরিচালিত করতে পারে? দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য সামাজিক বিশৃঙ্খলা ধর্মীয় অপব্যাখ্যা ৪. সামাজিক নৈরাজ্য যে কারণে সমাজে সৃষ্টি হয়- i. ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ii. সংস্কৃতি পরিপন্থি কর্মকান্ড iii. রাজনৈতিক অস্থিতিশীলতা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. সামাজিক সমস্যা হলো- i. সমাজের একটি অস্বাভাবিক অবস্থা ii. এটি সমাজের গুটিকতক লোককে প্রভাবিত করে iii. সামাজিক পরিবর্তনের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. দোররা মারা কী? ফতোয়াজারি কাজ সামাজিক বিশৃঙ্খলা মূল্যবোধ পরিপন্থী কাজ মূল্যবোধ অসংগতি ৭. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় কোনটি? আইনের প্রয়োগ সচেতনতা সৃষ্টি বিধবা ভাতা প্রদন সামাজিক আন্দোলন ৮. ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ অনুযায়ী যৌন হয়রানিমূলক আচরণের জন্য সর্বনিম্ন শাস্তি কত বছর নির্ধারণ করা হয়েছে? ১ বছর ২বছর ৩ বছর ৪ বছর ৯. বাংলাদেশের মাতৃত্বকালীন ছুটি কত মাস? ৪ মাস ৬ মাস ৭ মাস ৫ মাস কুইজ সমাপ্ত করুন