ব্যবসায়ের মৌলিক ধারণা-১ ১. কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত? উপযোগ সৃষ্টি বিক্রয়ের অভিপ্রায় মুনাফা অজন দুরদৃষ্টি ২. ব্যবসায়িক কাজের অন্তর্ভুক্ত হলো- i. ভাড়ার বিনিময়ে গাড়ি চালানো ii. পুকুর থেকে মাছ ধরে বিক্রি করা iii. পরিবারের জন্য সবজি চাষ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. বাণিজ্য ব্যবসায়ের কী ধরনের শাখা? পণ্য উৎপাদনকারী পণ্য বণ্টনকারী পণ্য সংরক্ষণকারী পণ্য প্রচারকারী ৪. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির উদ্দেশ্য কী? এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো পণ্য সময়মতো প্রেরণের ব্যবস্থা পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা ৫. উৎপাদনের বাহন কোনটি? শিল্প বাণিজ্য অর্থ্ শ্রমিক-কর্মী ৬. কোনটি শিল্পের গুরুত্বপূর্ণ ক্ষেত্র? নির্মাণ পরিবহন বাজারজাতকরণ খুচরা ব্যবসায় ৭. কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়? পাট শিল্প তুলা চাষ রাস্তা নির্মাণ সাবান শিল্প ৮. বাণিজ্যের কাযক্রম শুরু হয় কখন? পণ্য উৎপাদনের পর থেকে মূলধন বিনিয়োগের পর থেকে পরিকল্পনা প্রণয়নের পর থেকে কাঁচামাল সংগ্রহের পর থেকে ৯. শিল্পক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যকে উৎসাহিত করে- i. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ii. মুক্ত বাজার অর্থনীতি iii. সাধারণ বাজার ব্যবস্থা নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. পণ্য উৎপাদনের পর ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যেসব বাধার সম্মুখীন হতে হয়- i. প্রসারগত ii. তথ্য সংক্রান্ত iii. স্বত্বগত নিচের কোনটি সঠিক? i ও ii i ও ii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন