ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-১ ১. ঢাকা শহরে মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচলের ফলে প্রচুর কালো ধোয়া নির্গত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মেয়াদোত্তীর্ণ গাড়ি কোন পরিবেশের জন্য ক্ষতিকর? পানি বায়ু শব্দ মাটি ২. মুনাফা অর্জনের পাশাপাশি সমাজ সেবাকেও গুরুত্ব দেয়াকে কী বলে? ঋণাত্মক নৈতিকতা ধনাত্মক মূল্যবোধ ঋণাত্মক নৈতিকতা ঋণাত্মক মূল্যবোধ ৩. খাদ্যে ভেজাল মিশ্রণ নিচের কোনটির কারণে মানুষ করে থাকে? নৈতিকতার অভাব জ্ঞানের অভাব দরিদ্রতা ব্যবসায়ের মূল্যবোধের অভাব ৪. কোনটি ব্যবসায়িক মূল্যবোধের পরিচায়ক? দীর্ঘসময় পণ্য মজুদ রাখা জনগণকে পণ্যের ভালো দিক সম্পর্কে জানানো ন্যায্যমূল্যে পণ্য বিক্রি পণ্য উৎপাদনের সাধারণ উপকরণের ব্যবহার ৫. অন্যায় থেকে ন্যায়, অধর্ম থেকে ধর্ম প্রভৃতি নিরূপণের ক্ষমতা আসে কোনটি দ্বারা? সামাজিক কর্মকাণ্ড নৈতিক নীতিবোধ তাত্ত্বিক জ্ঞান ধর্মীয় শিক্ষা ৬. আহসান তার দোকানে নিম্নমানের পণ্য রেখে তা বিক্রয় করে। আহসান কীভাবে অনৈতিক ব্যবসায়ে জড়িত? ক্ষতিকর পণ্য বিক্রয় করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করে গ্রাহকের সাথে প্রতারণা করে অসৎভাবে ব্যবসায় করে ৭. মানসম্মত ও উন্নত পণ্য ও সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব? সামাজিক নৈতিক ব্যবসায়িক সামগ্রিক ৮. ব্যবসায়িক নৈতিকতা ও মূল্যবোধ মেনে চলা প্রয়োজন। কারণ- i. এতে সকলেরই মানসিক প্রশান্তি বাড়ে ii. এতে ব্যবসায়িক সমৃদ্ধি অর্জিত হয় iii. এতে দেশের ভাবমূর্তি বাড়ে নিচের কোনটি সঠিক? i ও ii ii ও iii i, ii ও iii i ও iii ৯. ব্যবসায়ে মুনাফা অর্জনের সাথে সমাজের মঙ্গলময় বা কল্যাণকর কাজ করাকে কী বলে? নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা মূল্যবোধ সামাজিক কল্যাণ ১০. ইমরান জনগণকে সর্বদা খাঁটি ওষুধ সরবরাহ করেন। এটি ইমরানের ব্যবসায়ের কোন ধরনের বৈশিষ্ট্য? সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়িক দায়বদ্ধতা সামাজিক কল্যাণ মূল্যবোধ কুইজ সমাপ্ত করুন