ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা-৩ ১. ব্যবসায়ীদের সমাজের উন্নয়নে কাজ করার মুলে কোনটি রয়েছে? সামাজিক দায়বদ্ধতা মুনাফা অর্জন প্রতিযোগিতা মোকাবেলা সরকারের দৃষ্টি আকর্ষণ ২. ব্যবসায়ের শ্রমিক-কর্মীদের জন্য গৃহস্থালির পণ্যসামগ্রী স্বল্পমূল্যে সরবরাহ করা হলে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য কোনটি হবে? মুনফা অর্জন সুনাম বৃদ্ধি জনকল্যাণ সমাজ উন্নয়ন ৩. খাদ্য উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের কোন ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হয়? ভোক্তার স্বাস্থ্য ভোক্তার আর্থিক অবস্থা ব্যবসায়ের নৈতিকতা দেশের সুনাম ৪. ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে কী উৎপন্ন করে? ছত্রাক টক্সিন অম্লত্ব ফরমালিন ৫. ফলে ফরমালিন দিয়ে বিক্রি করা কোন ধরনের কাজ? অর্থনৈতিক স্বার্থপরতা অমানবিক অনৈতিক ৬. ফল পাকানোর জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কী? ফরমালিন ক্যালসিয়াম কার্বাইড মির্ডকর এসপারজিলাস ৭. মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় কেন? উচ্চফলনশীল খাদ্যদ্রব্য উৎপাদন ও ভোগ করায় খাদ্যে অনুমোদিত ভিনেগার ব্যবহার করায় প্রকৃতি প্রদত্ত ফল গ্রহণ করায় প্রিজারভেটিভযুক্ত খাবার গ্রহণ করায় ৮. মোল্ড জাতীয় ছত্রাক হলো- i. মিউকর ii. ইসপারিজিলাস iii. ইস্ট নিচের কোনটি সঠিক? i ও ii ii ও iii i ও iii i, ii ও iii ৯. প্রিজারভেটিভের অন্যতম ধরন হলো i. ভিনেগার ii. সালফার ডি-অক্সাইড iii. সালফেটের লবণ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. ক্ষেত খামারের উৎপাদিত শাকসবজিতে রাসায়নিক ব্যবহারের ফলে- i. উৎপাদন ব্যবস্থায় আধুনিকায়ন ঘটছে ii. প্রাণিবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে iii. পরিবেশ বিপন্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন