ব্যবসায়ের মৌলিক ধারণা-২ ১. বাণিজ্যের উপাদানগুলো হলো- i. বিজ্ঞাপন ও প্রচার ii. বিমা iii. কাঁচামাল নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. লেনদেনের ঝুঁকিগত উপাদান কোনটি? ব্যবসায়িক লোকসান ব্যবসায়িক লেনদেন অনিশ্চয়তা মুনাফা অর্জন ৩. ক্ষতিকর প্রতিযোগিতা এড়িয়ে মুনাফা বৃদ্ধির জন্য কোন ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করা হয়? সমবায় সমিতি কোম্পানি ব্যবসায় জোট যৌথ উদ্যোগে ব্যবসায় ৪. ভোক্তা সাধারণের ইচ্ছা, অনিচ্ছা, অভিরুচি, চাহিদা, ফ্যাশন প্রভৃতিতে সামগ্রিকভাবে প্রভাব বিস্তার করে- i. বিজ্ঞান ii. বিজ্ঞাপন iii. প্রচার কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. একটি কাজ কখন প্রত্যক্ষ সেবা হিসেবে গণ্য হবে? সামাজিক উদ্দেশ্য থাকলে মুনাফা লাভের আশা না থাকলে বৈধ অর্থনৈতিক কাজ হলে প্রচলিত আইন-কানুন বহির্ভূত হলে ৬. বর্তমানে দেশের সকল পর্যায়ে ব্যবসায় কোনটির অভাব লক্ষণীয়? বিনিয়োগ পরিবেশের প্রাকৃতিক সম্পদের উৎপাদন ও বণ্টন ব্যবস্থাপনার দক্ষ ও যোগ্য উদ্যোক্তার ৭. বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো বিদেশি প্রতিযোগীদের ন্যায় মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থ হচ্ছে কেন? পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যবসায়ীর ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান না থাকায় মূলধনের অপ্রতুলতা দেখা দেয়ায় ৮. বর্তমানে কোন ব্যবসায় বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ সৃষ্টি করেছে? মৌসুমী ব্যবসায় সামাজিক ব্যবসায় বিমা ব্যবসায় সমবায় ব্যবসায় ৯. শিল্পের প্রথম ও অন্যতম প্রধান কাজ কী? জাতীয় সম্পদ বৃদ্ধি উৎপাদন বেকারত্ব দূরীকরণ বাজার গবেষণা ও পণ্য উন্নয়ন ১০. পণ্য কেন প্যাকিং করা হয়? চাহিদা বৃদ্ধির জন্য পরিবহনের সুবিধার জন্য বিক্রয়ের সুবিধার জন্য গুদামজাতকরণের জন্য কুইজ সমাপ্ত করুন