ব্যবসায়ের মৌলিক ধারণা-২

ব্যবসায়ের মৌলিক ধারণা-২

১. বাণিজ্যের উপাদানগুলো হলো- i. বিজ্ঞাপন ও প্রচার ii. বিমা iii. কাঁচামাল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. লেনদেনের ঝুঁকিগত উপাদান কোনটি?

  • ব্যবসায়িক লোকসান
  • ব্যবসায়িক লেনদেন
  • অনিশ্চয়তা
  • মুনাফা অর্জন

৩. ক্ষতিকর প্রতিযোগিতা এড়িয়ে মুনাফা বৃদ্ধির জন্য কোন ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করা হয়?

  • সমবায় সমিতি
  • কোম্পানি
  • ব্যবসায় জোট
  • যৌথ উদ্যোগে ব্যবসায়

৪. ভোক্তা সাধারণের ইচ্ছা, অনিচ্ছা, অভিরুচি, চাহিদা, ফ্যাশন প্রভৃতিতে সামগ্রিকভাবে প্রভাব বিস্তার করে- i. বিজ্ঞান ii. বিজ্ঞাপন iii. প্রচার কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. একটি কাজ কখন প্রত্যক্ষ সেবা হিসেবে গণ্য হবে?

  • সামাজিক উদ্দেশ্য থাকলে
  • মুনাফা লাভের আশা না থাকলে
  • বৈধ অর্থনৈতিক কাজ হলে
  • প্রচলিত আইন-কানুন বহির্ভূত হলে

৬. বর্তমানে দেশের সকল পর্যায়ে ব্যবসায় কোনটির অভাব লক্ষণীয়?

  • বিনিয়োগ পরিবেশের
  • প্রাকৃতিক সম্পদের
  • উৎপাদন ও বণ্টন ব্যবস্থাপনার
  • দক্ষ ও যোগ্য উদ্যোক্তার

৭. বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো বিদেশি প্রতিযোগীদের ন্যায় মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থ হচ্ছে কেন?

  • পুরাতন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করায়
  • আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায়
  • ব্যবসায়ীর ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান না থাকায়
  • মূলধনের অপ্রতুলতা দেখা দেয়ায়

৮. বর্তমানে কোন ব্যবসায় বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ সৃষ্টি করেছে?

  • মৌসুমী ব্যবসায়
  • সামাজিক ব্যবসায়
  • বিমা ব্যবসায়
  • সমবায় ব্যবসায়

৯. শিল্পের প্রথম ও অন্যতম প্রধান কাজ কী?

  • জাতীয় সম্পদ বৃদ্ধি
  • উৎপাদন
  • বেকারত্ব দূরীকরণ
  • বাজার গবেষণা ও পণ্য উন্নয়ন

১০. পণ্য কেন প্যাকিং করা হয়?

  • চাহিদা বৃদ্ধির জন্য
  • পরিবহনের সুবিধার জন্য
  • বিক্রয়ের সুবিধার জন্য
  • গুদামজাতকরণের জন্য