একমালিকানা ব্যবসায়-১

একমালিকানা ব্যবসায়-১

১. একমালিকানা ব্যবসায়ে মালিকের সংখ্যা কতজন?

  • একজন
  • দশজন
  • দুইজন
  • বিশজন

২. কোন ধরনের ব্যবসায়ে মালিক একা মুনাফা ভোগ করে এবং মূলধন একাই সরবরাহ করে?

  • এক মালিকানা
  • যৌথ মূলধনী
  • অংশীদারি
  • সমবায় সমিতি

৩. সভ্যতার ক্রমবিকাশ ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন ব্যবসায়ের গোড়াপত্তন হয়?

  • যৌথ মূলধনী
  • সমবায়
  • ব্যবসায়ী জোট
  • অংশীদারি

৪. অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত?

  • ২ থেকে ২০ জন
  • ২ থেকে ১০ জন
  • ২০ জনের অধিক
  • ৫ থেকে ২০ জন

৫. কেন ব্যবসায়িক জোট গঠন করা হয়?

  • ভবিষ্যতের ঝুঁকি হতে রক্ষা পেতে
  • অধিক মুনাফা অর্জনের আশায়
  • প্রতিযোগিতায় টিকে থাকতে
  • মূলধনের আধিক্য নিশ্চয়তার জন্য

৬. যৌথ উদ্যোগে ব্যবসায়ের মাধ্যমে কীসের সহজ আগমন ঘটে?

  • বিদেশি জনশক্তির
  • উৎপাদন ব্যবস্থার
  • মুনাফার
  • বিদেশি পুঁজি ও প্রযুক্তির

৭. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে?

  • দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
  • মূলধনের ক্ষেত্রে
  • নিবন্ধনের ক্ষেত্রে
  • দায়ের দিক থেকে

৮. যে শিল্পগুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে, তা হলো- i. বৃহদায়তন শিল্প ii. ক্ষুদ্র শিল্প iii. কুটির শিল্প নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. যৌথ উদ্যোগ ব্যবসায় জনপ্রিয়তা লাভ করেছে- i. উন্নত দেশগুলোর উদ্যোক্তাদের সমন্বয়ে ii. ধনী দেশগুলোর উদ্যোক্তাদের সমন্বয়ে iii. ধনী দেশগুলোর উদ্যোক্তাদের ছাড়া নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

১০. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ের যাত্রা শুরু হওয়ার কারণ কী?

  • একমালিকানা ব্যবসায় গঠন করা সহজ বলে
  • একমালিকানা ব্যবসায়ের প্রাচীনতম রূপ বলে
  • স্বল্প মূলধনের ব্যবসায় বলে
  • স্বাধীনভাবে ব্যবসায় পরিচালিত হয় বলে