একমালিকানা ব্যবসায়-১ ১. একমালিকানা ব্যবসায়ে মালিকের সংখ্যা কতজন? একজন দশজন দুইজন বিশজন ২. কোন ধরনের ব্যবসায়ে মালিক একা মুনাফা ভোগ করে এবং মূলধন একাই সরবরাহ করে? এক মালিকানা যৌথ মূলধনী অংশীদারি সমবায় সমিতি ৩. সভ্যতার ক্রমবিকাশ ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন ব্যবসায়ের গোড়াপত্তন হয়? যৌথ মূলধনী সমবায় ব্যবসায়ী জোট অংশীদারি ৪. অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত? ২ থেকে ২০ জন ২ থেকে ১০ জন ২০ জনের অধিক ৫ থেকে ২০ জন ৫. কেন ব্যবসায়িক জোট গঠন করা হয়? ভবিষ্যতের ঝুঁকি হতে রক্ষা পেতে অধিক মুনাফা অর্জনের আশায় প্রতিযোগিতায় টিকে থাকতে মূলধনের আধিক্য নিশ্চয়তার জন্য ৬. যৌথ উদ্যোগে ব্যবসায়ের মাধ্যমে কীসের সহজ আগমন ঘটে? বিদেশি জনশক্তির উৎপাদন ব্যবস্থার মুনাফার বিদেশি পুঁজি ও প্রযুক্তির ৭. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধনের ক্ষেত্রে নিবন্ধনের ক্ষেত্রে দায়ের দিক থেকে ৮. যে শিল্পগুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে, তা হলো- i. বৃহদায়তন শিল্প ii. ক্ষুদ্র শিল্প iii. কুটির শিল্প নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. যৌথ উদ্যোগ ব্যবসায় জনপ্রিয়তা লাভ করেছে- i. উন্নত দেশগুলোর উদ্যোক্তাদের সমন্বয়ে ii. ধনী দেশগুলোর উদ্যোক্তাদের সমন্বয়ে iii. ধনী দেশগুলোর উদ্যোক্তাদের ছাড়া নিচের কোনটি সঠিক? i ii iii i, ii ও iii ১০. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ের যাত্রা শুরু হওয়ার কারণ কী? একমালিকানা ব্যবসায় গঠন করা সহজ বলে একমালিকানা ব্যবসায়ের প্রাচীনতম রূপ বলে স্বল্প মূলধনের ব্যবসায় বলে স্বাধীনভাবে ব্যবসায় পরিচালিত হয় বলে কুইজ সমাপ্ত করুন