যৌথ মূলধনী ব্যবসায়-১ ১. লিমিটেড শব্দটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়? একক মালিকানা অংশীদারি কোম্পানি সমবায় ২. আধুনিক জটিল ও প্রতিযোগিতামূলক অর্থনীতির হাতিয়ার কোনটি? একমালিকানা সংগঠন যৌথ মূলধনী সংগঠন রাষ্ট্রীয় সংগঠন অংশীদারি সংগঠন ৩. বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত? ১৯১৩ ১৯৩২ ১৯৯৪ ২০০১ ৪. উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয় কেন? যুদ্ধের কারণে শিল্প বিপ্লবের কারণে ডিনামাইট আবিষ্কারের কারণে প্রযুক্তির কারণে ৫. যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ লভ্যাংশ পায় কীভাবে? চুক্তি অনুযায়ী শেয়ার অনুপাতে সমান অনুপাতে আইন অনুযায়ী ৬. কোন কোম্পানি পরিচালনার জন্য কমপক্ষে 2 জন পরিচালক থাকতে হবে? একমালিকানা প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড অংশীদারি ৭. কোন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ? প্রাইভেট লিমিটেড কোম্পানি সমবায় সমিতি পাবলিক লিমিটেড কোম্পানি অসীম দায়সম্পন্ন কোম্পানি ৮. কোম্পানি গঠন প্রণালির তৃতীয় পর্যায় কোনটি? নিবন্ধনপত্র সংগ্রহ উদ্যোগ গ্রহণ দলিলপত্র প্রণয়ন কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ ৯. কোম্পানি গঠনে নামের ছাড়পত্র কে প্রদান করেন? পৌর চেয়ারম্যান কোম্পানি নিবন্ধক স্টক এক্সচেঞ্জ কমিশন (SEC) সরকারী তত্ত্বাবধায়ক ১০. পাবলিক লিমিটেড কোম্পানিকে কী সংগ্রহ করতে হয়? কার্যারম্ভের অনুমতিপত্র প্রত্যয়নপত্র আবেদনপত্র ট্রেড লাইসেন্স কুইজ সমাপ্ত করুন