ব্যবসায় পরিবেশ-৩ ১. ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে শিল্পনীতি হলো- i. মূলধন সংগ্রহের উৎস ও উপায়সমূহ ii. বিনিয়োগ ভাতা এবং কর কাঠামো iii. অগ্রাধিকারযুক্ত খাত চিহ্নিতকরণ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলো কে সৃষ্টি করে? সরকার ব্যাংক মানুষ সংস্থা ৩. উৎপাদিত দ্রব্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বণ্টনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা অধিক? প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ৪. কীসের মাধ্যমে আবিষ্কৃত তত্ত্ব ও জ্ঞানকে মানুষের প্রয়োজনমাফিক ব্যবহার করা যায়? বিজ্ঞানের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে অর্থের মাধ্যমে সম্পদের মাধ্যমে ৫. কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত? প্রযুক্তিগত রাজনৈতিক সামাজিক প্রাকৃতিক ৬. নিচের কোন কারণে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণে নিরুৎসাহিত হয়? আমদানি-রপ্তানি নীতি অসঙ্গতিপূর্ণ হওয়ায় ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার ভাবনায় আয়কর আইন না থাকায় সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা না থাকায় ৭. ব্যবসায় পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে- i. অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা ii. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা iii. সরকারের পৃষ্ঠপোষকতা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. মূলধনের স্বল্পতা দূরীকরণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ হলো i. শেয়ার বাজার উন্নতকরণ ii. সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা iii. মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. উদার বিনিয়োগ নীতি প্রণয়নের মাধ্যমে কোন কাজটি করা যায়? অর্থনৈতিক পরিবেশের উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন ধর্মীয় উন্নয়ন রাজনৈতিক উন্নয়ন ১০. আর্থিক নীতি বলতে বোঝায়- i নিয়ন্ত্রিত অর্থনীতি ii. মুক্ত বাজার অর্থনীতি iii. মিশ্র অর্থনীতি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন