ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-১

ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-১

১. অর্থপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সাজানো যথার্থ, সহজবোধ্য ও সংক্ষিপ্ত ব্যবহারযোগ্য উপাত্তের সমষ্টিকে কী বলে?

  • ধারণা
  • পরিকল্পনা
  • তথ্য
  • ছক

২. ICT এর পূর্ণরূপ কোনটি?

  • International Communication Tachnology
  • Information & Communication Technology
  • International & Communication Technology
  • International Computer Teachnology

৩. ব্যবসায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা প্রতিষ্ঠানের কোন ধরনের তথ্যের ভিত্তি বা ভাণ্ডার হিসেবে কাজ করে?

  • বিকেন্দ্রীকরণ তথ্যের ভাণ্ডার হিসেবে
  • কেন্দ্রীয়করণ তথ্যের ভাণ্ডার হিসেবে
  • ঊর্ধ্বতন কর্মচারীদের তথ্যের ভাণ্ডার হিসেবে
  • অধস্তনদের তথ্যের ভাণ্ডার হিসেবে

৪. ভিডিও কনফারেন্স কেন করা হয়?

  • তথ্য বিনিময়
  • বিষয়ের ব্যাখ্যা
  • বক্তৃতা করা
  • কুশল বিনিময়

৫. তথ্য ও যোগাযোগ ব্যবস্থা নির্ধারণ করে- i. একটি কোম্পানিতে কী পরিমাণ অর্ডার পড়েছে ii. অর্ডার সরবরাহের জন্য কী পরিমাণ কাঁচামাল আছে iii. অর্ডার কোথায় বা কাকে সরবরাহ করতে হবে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন যে কারণে- i. কাজের গতি ও দক্ষতা বাড়ে ii. দ্রুত তথ্য সংগ্রহ ও প্রেরণ করা যায় iii. নিশ্চিত লাভের সুযোগ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. MIS-এর অন্যতম প্রধান কাজ হচ্ছে- i. বিভিন্ন বিভাগ-উপবিভাগের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা ii. অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষের চাহিদা মাফিক তথ্য সরবরাহ করা iii. কম মূলধনী প্রতিষ্ঠানগুলোতে তথ্য সরবরাহ বন্ধ রাখা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. e-commerce ব্যবসায়ের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কী হিসেবে ব্যবহৃত হয়?

  • প্রশস্থ রুট হিসেবে
  • সংকীর্ণ রুট হিসেবে
  • বিকল্প রুট হিসেবে
  • বহুল ব্যবহৃত রুট হিসেবে

৯. ‘Google’ কী?

  • সামাজিক যোগাযোগ মাধ্যম
  • ওয়েবসাইট
  • ভার্চুয়াল সংগঠন
  • সার্চ ইঞ্জিন

১০. বিজ্ঞাপন ও মার্কেটিং-এর সাথে সাথে কীসের কৌশল উন্নয়ন করতে হয়?

  • ই-কমার্সের
  • ই-বিজনেসের
  • ই-রিটেইলিং-এর
  • ই-মার্কেটিং-এর