ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার-১ ১. অর্থপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সাজানো যথার্থ, সহজবোধ্য ও সংক্ষিপ্ত ব্যবহারযোগ্য উপাত্তের সমষ্টিকে কী বলে? ধারণা পরিকল্পনা তথ্য ছক ২. ICT এর পূর্ণরূপ কোনটি? International Communication Tachnology Information & Communication Technology International & Communication Technology International Computer Teachnology ৩. ব্যবসায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা প্রতিষ্ঠানের কোন ধরনের তথ্যের ভিত্তি বা ভাণ্ডার হিসেবে কাজ করে? বিকেন্দ্রীকরণ তথ্যের ভাণ্ডার হিসেবে কেন্দ্রীয়করণ তথ্যের ভাণ্ডার হিসেবে ঊর্ধ্বতন কর্মচারীদের তথ্যের ভাণ্ডার হিসেবে অধস্তনদের তথ্যের ভাণ্ডার হিসেবে ৪. ভিডিও কনফারেন্স কেন করা হয়? তথ্য বিনিময় বিষয়ের ব্যাখ্যা বক্তৃতা করা কুশল বিনিময় ৫. তথ্য ও যোগাযোগ ব্যবস্থা নির্ধারণ করে- i. একটি কোম্পানিতে কী পরিমাণ অর্ডার পড়েছে ii. অর্ডার সরবরাহের জন্য কী পরিমাণ কাঁচামাল আছে iii. অর্ডার কোথায় বা কাকে সরবরাহ করতে হবে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন যে কারণে- i. কাজের গতি ও দক্ষতা বাড়ে ii. দ্রুত তথ্য সংগ্রহ ও প্রেরণ করা যায় iii. নিশ্চিত লাভের সুযোগ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. MIS-এর অন্যতম প্রধান কাজ হচ্ছে- i. বিভিন্ন বিভাগ-উপবিভাগের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা ii. অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষের চাহিদা মাফিক তথ্য সরবরাহ করা iii. কম মূলধনী প্রতিষ্ঠানগুলোতে তথ্য সরবরাহ বন্ধ রাখা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. e-commerce ব্যবসায়ের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কী হিসেবে ব্যবহৃত হয়? প্রশস্থ রুট হিসেবে সংকীর্ণ রুট হিসেবে বিকল্প রুট হিসেবে বহুল ব্যবহৃত রুট হিসেবে ৯. ‘Google’ কী? সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট ভার্চুয়াল সংগঠন সার্চ ইঞ্জিন ১০. বিজ্ঞাপন ও মার্কেটিং-এর সাথে সাথে কীসের কৌশল উন্নয়ন করতে হয়? ই-কমার্সের ই-বিজনেসের ই-রিটেইলিং-এর ই-মার্কেটিং-এর কুইজ সমাপ্ত করুন