রাষ্ট্রীয় ব্যবসায়-১

রাষ্ট্রীয় ব্যবসায়-১

১. রাষ্ট্রীয় ব্যবসায়ের সূচনা হয় কেন?

  • অধিক মুনাফা অর্জনের জন্য
  • গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
  • স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য
  • সমাজে বৈষম্য দূরীকরণের জন্য

২. কোন ধরনের অর্থনীতিতে রাষ্ট্রীয় ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক?

  • মিশ্র
  • ইসলামি
  • ধনতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক

৩. রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা কাঠামোতে শীর্ষ স্তরে কার অবস্থান?

  • চেয়ারম্যান
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয়
  • উপদেষ্টা
  • ব্যবস্থাপনা পরিচালক

৪. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান নয়?

  • ওয়াসা
  • পল্লী বিদ্যুৎ
  • ডাক বিভাগ
  • বিটিটিবি

৫. রাষ্ট্রীয় ব্যবসায় হতে পারে i. সরকারি উদ্যোগে ii. যৌথ মালিকানায় iii. জাতীয়করণ দ্বারা নিচের কোনটি সঠিক

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের আইনগত সত্তার কারণে- i. নিচের নামে চুক্তিতে আবদ্ধ হতে পারে ii. পরিচালক পর্ষদের সিলমোহর ব্যবহার করে চুক্তিতে আবদ্ধ হয় iii. নিজস্ব সিলমোহর ব্যবহার করতে পারে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. জাতীয় স্বার্থে কীসের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন?

  • শিল্পের
  • বাণিজ্যের
  • প্রবৃদ্ধির
  • অর্থনীতির

৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য বহির্ভূত কোনটি?

  • একচেটিয়া ব্যবসায় রোধ
  • মুনাফা সর্বাধিকীকরণ
  • সম্পদের সুষম বণ্টন
  • আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

৯. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কারণ- i. গোপনীয়তা রক্ষা করা ii. জাতীয় স্বার্থ রক্ষা iii. অধিক মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. কীসের মাধ্যমে সরকার একচেটিয়া ব্যবসায় রোধ করার উদ্যোগ নেয়?

  • একচেটিয়া ব্যবসায় বন্ধ করার মাধ্যমে
  • নিয়ন্ত্রণের মাধ্যমে
  • জাতীয়করণের মাধ্যমে
  • রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করার মাধ্যমে