রাষ্ট্রীয় ব্যবসায়-১ ১. রাষ্ট্রীয় ব্যবসায়ের সূচনা হয় কেন? অধিক মুনাফা অর্জনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য সমাজে বৈষম্য দূরীকরণের জন্য ২. কোন ধরনের অর্থনীতিতে রাষ্ট্রীয় ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক? মিশ্র ইসলামি ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক ৩. রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা কাঠামোতে শীর্ষ স্তরে কার অবস্থান? চেয়ারম্যান সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপদেষ্টা ব্যবস্থাপনা পরিচালক ৪. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান নয়? ওয়াসা পল্লী বিদ্যুৎ ডাক বিভাগ বিটিটিবি ৫. রাষ্ট্রীয় ব্যবসায় হতে পারে i. সরকারি উদ্যোগে ii. যৌথ মালিকানায় iii. জাতীয়করণ দ্বারা নিচের কোনটি সঠিক i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের আইনগত সত্তার কারণে- i. নিচের নামে চুক্তিতে আবদ্ধ হতে পারে ii. পরিচালক পর্ষদের সিলমোহর ব্যবহার করে চুক্তিতে আবদ্ধ হয় iii. নিজস্ব সিলমোহর ব্যবহার করতে পারে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. জাতীয় স্বার্থে কীসের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন? শিল্পের বাণিজ্যের প্রবৃদ্ধির অর্থনীতির ৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য বহির্ভূত কোনটি? একচেটিয়া ব্যবসায় রোধ মুনাফা সর্বাধিকীকরণ সম্পদের সুষম বণ্টন আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ৯. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কারণ- i. গোপনীয়তা রক্ষা করা ii. জাতীয় স্বার্থ রক্ষা iii. অধিক মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. কীসের মাধ্যমে সরকার একচেটিয়া ব্যবসায় রোধ করার উদ্যোগ নেয়? একচেটিয়া ব্যবসায় বন্ধ করার মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করার মাধ্যমে কুইজ সমাপ্ত করুন