সমবায় সমিতি-১ ১. পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি? ইচডেল রচডেল বেসল্যান স্যানডন ২. উপমহাদেশে সমবায় আন্দোলন কত সালে শুরু হয়? ১৮৯৫ ১৯০৪ ১৯১২ ১৯১৭ ৩. জনকল্যাণ কোন সংগঠনের মূল উদ্দেশ্য? অংশীদারি সংগঠন একমালিকানা সংগঠন সমবায় সংগঠন কোম্পানি সংগঠন ৪. সমবায় সমিতি কোন ধরনের সংগঠন? অমুনাফাভোগী স্বেচ্ছামূলক স্বায়ত্তশাসিত প্রতিনিধিমূলক ৫. BARD কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৫৮ সালে ১৯৭১ সালে ১৯৮৯ সালে ১৯৫৯ সালে ৬. বাংলাদেশ কত সালের সমবায় আইন চালু হয়েছে? ১৯৮৪ ১৯৮৭ ২০০১ ২০০৪ ৭. সমবায়ের ক্ষেত্রে ড. আকতার হামিদ খানের গড়া মডেলকে কী বলে? চট্টগ্রাম মডেল কুমিল্লা মডেল টাঙ্গাইল মডেল ফরিদপুর মডেল ৮. সমবায় সমিতির ব্যবস্থাপনার কার্যাবলী কাদের ওপর ন্যস্ত থাকে? সদস্যদের ওপর ব্যবস্থাপনা পর্ষদের ওপর উদ্যোক্তাদের ওপর অভিজ্ঞ সদস্যদের ওপর ৯. একজন ব্যক্তি তাদের পরিচালিত ব্যবসায়ের অর্জিত মুনাফার ১০% সঞ্চয় তহবিলে জমা করেন। প্রাইভেট লি. অংশীদারি পাবলিক লি. সমবায় ১০. বিভিন্ন ধর্ম ও গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করল। এখানে কোন নীতিটি বেশি ভূমিকা রাখছে? নিরপেক্ষতা সততা একতা সাম্য কুইজ সমাপ্ত করুন