লেনদেন-২

লেনদেন-২

১. ধারে পণ্য ক্রয় ১,০০০ টাকা। এ লেনদেনের মাধ্যমে কোনটি ঘটে?

  • সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ও দায় হ্রাস পেয়েছে
  • খরচ বৃদ্ধি পেয়েছে ও দায় বৃদ্ধি পেয়েছে
  • খরচ বৃদ্ধি পেয়েছে ও সম্পত্তি হ্রাস পেয়েছে
  • খরচ হ্রাস পেয়েছে ও দায় হ্রাস পেয়েছে

২. স্বত্বাধিকার হ্রাসের সঠিক কারণ চিহ্নিত করে কোনটি?

  • উত্তোলন এবং নগদে কমে যাওয়া
  • খরচ ও দায় বেড়ে যাওয়া
  • উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
  • খরচ ও দায় কমে যাওয়া

৩. মূলধন হ্রাস পেলে মূলধন হিসাবকে কী করা হয়?

  • ডেবিট
  • ক্রেডিট
  • একবার ডেবিট ও একবার ক্রেডিট
  • বৃদ্ধি করা হয়

৪. “ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন” দ্বারা হিসাব সমীকরণের- i. A উপাদান হ্রাস পাবে ii. L উপাদান হ্রাস পাবে iii. E উপাদান হ্রাস পাবে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. হ্রাস পেলে ডেবিট হয়- i. মালিকানাস্বত্ব ii. দায় iii. আয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. ধারে পণ্য ক্রয় ৭,০০০ টাকা। এর ফলে A=L+E সমীকরণে- i. L বৃদ্ধি পাবে ৭,০০০ টাকা ii. A বৃদ্ধি পাবে ৭,০০০ টাকা iii. E হ্রাস পাবে ৭,০০০ টাকা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. ক্যাশ বাক্স থেকে ১০,০০০ টাকা চুরি হয়ে গেলে হিসাব সমীকরণে পরিবর্তন হবে- i. A উপাদান ii. L উপাদান iii. E উপাদান নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালমান সাহেবের ব্যবসায়ে সংঘটিত লেনদেনেগুলো হলো নগদে মাল ক্রয় ১৫,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ২৫,০০০ টাকা, আসবাবপত্রের অবচয় ধার্য ২০০ টাকা এবং পাওনাদারকে পরিশোধ ৫,০০০ প্রথম ঘটনাটিতে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটেছে?

  • A ও L
  • A ও A
  • A ও E
  • E ও E

৯. তৃতীয় ঘটনাটি লেনদেন। কারণ আর এর ফলে হিসাব সমীকরণের- i. A উপাদানের পরিবর্তন ঘটেছে ii. E উপাদানের পরিবর্তন ঘটেছে iii. L উপাদানের পরিবর্তন ঘটেছে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. একটি ক্যাশমেমোতে কয়টি ঘর থাকে?

  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি
  • সাতটি