নগদান বই-১ ১. নগদান বই ও জাবেদার ছকের মধ্যে অমিল কোনটি? ডেবিট ক্রেডিট খতিয়ান পৃষ্ঠা ভাউচার নম্বর ২. হিসাব চলাকালীন সময়ে কোন বই লিখা অসম্পূর্ণ রাখা যায় না? জাবেদা খতিয়ান নগদান বই নগদ প্রবাহ বিবরণী ৩. নগদান বইয়ের নমুনা ছকের আওতাভূক্ত- i. রশিদ নং ii. চালান নং iii. ভাউচার নং নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব সাকিব ২০১৪ সালের ১ জানুয়ারি নগদ ৮০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। জানু. ৫ নগদে পণ্যদ্রব্য ক্রয় করেন ২০,০০০ টাকা। জানু. ১০ আজিমের নিকট হতে পণ্য ক্রয় করেন ২৫,০০০ টাকা। জানু. ১৬ নগদে পণ্য বিক্রয় করেন ১০,০০০ টাকা। জনাব সাকিবের ব্যবসায়ে মূলধনের পরিমাণ কত? ৮০,০০০ টাকা ৯০,০০০ টাকা ১,০০,০০০ টাকা ১,২০,০০০ টাকা ৫. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব সাকিব ২০১৪ সালের ১ জানুয়ারি নগদ ৮০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। জানু. ৫ নগদে পণ্যদ্রব্য ক্রয় করেন ২০,০০০ টাকা। জানু. ১০ আজিমের নিকট হতে পণ্য ক্রয় করেন ২৫,০০০ টাকা। জানু. ১৬ নগদে পণ্য বিক্রয় করেন ১০,০০০ টাকা। জানুয়ারি ১৬ তারিখে নগদান হিসাবের জের কত টাকা? ৭০,০০০ টাকা ৪০,০০০ টাকা ৫৫,০০০ টাকা ৬৫,০০০ টাকা ৬. জনাব রহমানের একঘরা নগদান বইয়ের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা ৫০০ টাকা কম হয়েছে। ঘটনাটির অর্থ কী? জনাব রহমান ৫০০ টাকা উত্তোলন করেছেন ক্যাশ বাক্স থেকে ৫০০ টাকা চুরি করেছে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে হিসাবরক্ষক ভূল করেছেন ৭. একঘরা নগদান বইয়ের ক্ষেত্রে- i. কখনই ক্রেডিট ব্যালেন্স হয় না ii. কোন কোন ক্ষেত্রে কোন ব্যালেন্স হয় না iii. ব্যাংক জমার উদ্বৃত্ত জানা যায় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. মালিকের প্রয়োজনে ও ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলে এদের মধ্যে কী পার্থক্য থাকতে পারে? একটি সমন্বয় দাখিলা ও অপরটি বিপরীত দাখিলা একটি সাধারণ ও অপরটি বিপরীত দাখিলা একটি বিপরীত দাখিলা ও অপরটি সংশোধনী দাখিলা একটি সাধারণ ও অপরটি সমন্বয় দাখিলা ৯. নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট ব্যালেন্স দ্বারা কিসের পরিমাণকে বুঝায়- নগদ জমার পরিমাণ ব্যাংক জমার পরিমাণ ব্যাংক জমাতিরিক্ত পরিমাণ প্রাপ্ত চেকের পরিমাণ ১০. জনাব কাশেম নগদ ১,৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ব করলেন। তিনি নগদে বিক্রয় করলেন ৩০,০০০ টাকা। ভাড়া প্রদান করলেন ১৫,০০০ টাকা। সর্বশেষ তার নগদ হিসাবের জের কত হবে? ১,৫০,০০০ টাকা ১,৬৫,০০০ টাকা ১,৮০,০০০ টাকা ২,১৫,০০০ টাকা কুইজ সমাপ্ত করুন