রেওয়ামিল-৩

রেওয়ামিল-৩

১. রেওয়ামিলে ধরা পড়ে না- i. আসবাবপত্র ক্রয় করা হয়েছে ৩,০০০ টাকার কিন্তু ৩০,০০০ টাকার জাবেদা করলে ii. শ্রমিকের মজুরিকে যন্ত্রপাতির সাথে যোগ করে ডেবিট করা হলে iii. খতিয়ান উদ্বৃত্ত নির্ণয় এবং রেওয়ামিলে উদ্বৃত্ত স্থানান্তরে ভুল হলে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে। উদ্দীপকে কোন ধরনের ভূল সংঘটিত হয়েছে?

  • পরিপূরক
  • নীতিগত
  • বেদাখিলার
  • লিখার